কলকাতা, 12 সেপ্টেম্বর: গত দু'বছর ধরে করোনা অতিমারির জেরে ক্ষত-বিক্ষত হয়েছে মানব জীবন । করোনা অতিমারির জেরে তোলপাড় মানুষের জীবন যাত্রা । কাজ, আশ্রয়, এমনকি জীবনও হারিয়েছেন বহু মানুষ ৷ এরপরও রয়েছে নানা প্রাকৃতিক বিপর্যয় ৷ যা কেড়ে নিচ্ছে মানুষের মাথার ছাদটাও । কিন্তু জীবন তো বহমান ৷ ধ্বংসের মধ্যেও মাথা তুলছে নয়া 'আশ্রয়' ৷ নতুন সূচনার বার্তা নিয়ে আসছে দুর্গাপুজোও (Durga Puja 2022) ৷
আর এই প্রেক্ষিতে বেহালা নূতন দলের এবারের পুজোর থিম 'আশ্রয়' (Durga Puja theme of Behala Natun Dal) ৷ এবছর 57তম বর্ষে পা-দিচ্ছে এই ক্লাবের দুর্গাপুজো (Behala Natun Dal Durga Puja) ৷ নূতন দলের এবারের মণ্ডপ ও প্রতিমা তৈরির দায়িত্বে আছেন শিল্পী অয়ন সাহা ৷ বেহালার চারপাশে রাস্তায় বেশ কিছুদিন ধরে কাজ চলছে । বহু বাড়ি নির্মাণের কাজও হচ্ছে । এইসব ক্ষেত্রে নষ্ট হওয়া পাথর, বোল্ডার দিয়েই সাজছে নূতন দলের মণ্ডপ (Behala Natun Dal)।