কলকাতা, 6 অক্টোবর : যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন ৷ বাংলা এই চিরপরিচিত প্রবাদটি তাঁর হাত ধরে বারবার সত্যি প্রমাণিত হয়েছে ৷ রাজনীতির পাশাপাশি তার বহুমুখী প্রতিভা বরাবরই চর্চার বিষয় হয়ে থেকেছে ৷ তিনি ছবি আঁকেন, তিনি গান লেখেন, তিনি সুর করেন ৷ এহেন বহুমুখী প্রতিভার অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যবাসী বুধবার নতুন ভূমিকায় দেখল ৷ এবার তিনি গায়িকা মমতা ৷ তবে, কোরাসে গলা মেলানো নয়, দেখা গেল গায়িকার ভূমিকায় ৷ সদ্য প্রকাশিত জননী অ্যালবামে ‘জয়ন্তী মঙ্গলা কালী’ গানটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেয়েছেন ৷ অবশ্যই সেখানে তাঁর সহায়ক হিসেবে ছিলেন নচিকেতা চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেন ৷
প্রত্যেক বছরের মতো এ বছরও মহালয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে অ্যালবাম প্রকাশিত হয়েছে ৷ সেই অ্যালবামে মোট আটটি গান রয়েছে ৷ যেগুলি গেয়েছেন, নচিকেতা, রূপঙ্কর, মনোময়, শ্রীরাধা, দেবজ্যোতি, তৃষা এবং ইন্দ্রনীলের মতো প্রথিতযশা শিল্পীরা ৷ তবে সেরা আকর্ষণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের গান ৷ সমাজকে উন্নত করতে নারীশক্তি অন্যতম মাধ্যম বলে মনে করেন মমতা ৷ তাই ভোটের প্রচার থেকে সরকারি প্রকল্প, সব ক্ষেত্রেই মা-বোনেদের উন্নতিতে জোর দেওয়া কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Mamata Banerjee: লখিমপুর খেরিতে কৃষকদের হত্যার অভিযোগ মুখ্যমন্ত্রীর