কলকাতা, 30 সেপ্টেম্বর: অলিমুদ্দিন স্ট্রিটে একসময় বসবাসকারী বেশ কয়েকটি হিন্দু পরিবার শুরু করেছিলেন দেবী দুর্গার আরাধনা (Alimuddin Street Durga Puja) । প্রতি বছর ধুমধাম করেই তা হতো । তবে সময়ের সঙ্গে তারা অন্য জায়গায় নতুন বাড়ি করে চলে গিয়েছেন । ফলে আচমকাই সেই পুজো বন্ধ হয়ে যায় । এখন আলিমুদ্দিন স্ট্রিটে একটি মাত্র হিন্দু পরিবারের বসবাস । প্রায় 16 বছরের বেশি সময় হলো বন্ধ হয়ে গিয়েছিল এই পুজো । তবে তৌসিফ, আশরাফরা উদ্যোগ নেন সেই বন্ধ হয়ে যাওয়া পুজো ফের নতুন করে চালু করতে । তাতে স্বাভাবিকভাবেই আপ্লুত সেখানে থাকা একমাত্র হিন্দু পরিবার ।
আরও পড়ুন:শ্রদ্ধানন্দ পার্ক যেন গ্রিসের ‘স্যান্টরিনি’ শহর
যখন নানা প্রান্তে জাতপাত নিয়ে বৈষম্যের অভিযোগ ওঠে । বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটে যায় । তখন যেন সম্প্রীতির বার্তা বাহক হিসেবে উৎসবের কলকাতায় উঠে আসছে তৌসিফরা।