পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja Inauguration: পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন মমতার ! তীব্র আক্রমণ বিজেপির - শুভেন্দু অধিকারী

এবছর মহালয়ার (Mahalaya) আগেই দুর্গাপুজোর উদ্বোধন (Durga Puja Inauguration) করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ আর এ নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক ৷

Durga Puja Inauguration by Mamata Banerjee before Mahalaya sparks new Controversy
Durga Puja Inauguration: পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন ! মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব বিরোধী দলনেতা

By

Published : Sep 23, 2022, 2:16 PM IST

Updated : Sep 23, 2022, 3:09 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: দুর্গাপুজোর আগেই শুরু নতুন বিতর্ক ৷ পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে চলছে সমালোচনা ৷ সরব রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির ৷ হিন্দু শাস্ত্র অনুসারে, মহালয়া (Mahalaya) থেকে শুরু হয় দেবীপক্ষ ৷ তার আগে পর্যন্ত থাকে পিতৃপক্ষ ৷ প্রচলিত নিয়ম হল, দেবীপক্ষের নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট তিথিতেই দশভূজার আবাহন করতে হয় ৷ কিন্তু, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) দুর্গাপুজোর উদ্বোধনের প্রক্রিয়া (Durga Puja Inauguration) শুরু করে দিয়েছেন ৷ যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে ৷ হিন্দু শাস্ত্র ও আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের একাংশ বলছেন, এই আচরণ নিয়মবিরুদ্ধ ৷ কারণ, দুর্গাপুজোর উদ্বোধন একটি শুভ আচার ৷ আর পিতৃপক্ষে এই ধরনের কোনও শুভ কাজ সম্পন্ন করা যায় না ৷ এ নিয়ে বৃহস্পতিবারই টুইটারে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একই সুর শোনা গিয়েছে আরও অনেকের গলাতেই ৷

এ নিয়ে শুভেন্দু তাঁর ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টে লিখেছেন, "বাংলার লজ্জা ৷ পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মাননীয়া ৷ পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয় ৷ প্রেত দোষ মুক্ত করার জন্য উত্তরপুরুষ ব্রতী হন ৷ এখন কোনও শুভ কাজ হয় না ৷ দেবীপক্ষে নবরাত্রি শুরু হলে মায়ের আরাধনা হয় ৷ বাঙালির সবটাই একা শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছেন ৷" উল্লেখ্য, বৃহস্পতিবারই কলকাতা লাগোয়া লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং সল্টলেকের একটি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট পোস্টটি করেন শুভেন্দু ৷

আরও পড়ুন:সবাই যখন ঠাকুর দেখেন, আমি তখন পাহারা দিই ! শ্রীভূমির মঞ্চে বললেন মমতা

এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি বলেন, "পিতৃপক্ষে কোনও শুভ কাজ করার নিয়ম নেই বলেই জানি ৷ কারণ, এই সময় 14 জন আলাদা আলাদা পিতৃপুরুষের উদ্দেশে তর্পন করা হয় ৷ এটাই নিয়ম ৷ কিন্তু সেটা আমরা করতে পারি না বলেই মহালয়ার দিন সব পিতৃপুরুষদের নামে তপন করি ৷ পিতৃপক্ষ শেষ হলে কুমার ঊষা লগ্নে একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের চক্ষুদান করা হয় ৷ তবে আমাদের মুখ্যমন্ত্রী এসবের ধার ধারেন না ৷ পিতৃপক্ষ শেষ হয়নি, মায়ের চক্ষুদান করা হয়নি, অথচ তার মধ্যেই মায়ের পুজোর উদ্বোধন করে দিলেন তিনি ! আসলে ব্যাপক দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই এক মাস আগে পুজোর আমেজ তৈরি করতে চাইছেন তিনি ৷ আগে-ভাগে পুজো উদ্বোধন করে দিয়ে মানুষকে মাতিয়ে রাখতে চাইছেন ৷ তবে তিনি বুঝতে পারছেন না যে আপাতত শাক দিয়ে মাছ ঢাকা গেলেও আঁশটে গন্ধ তো বেরোবেই ৷ সেটা ঢাকবেন কী দিয়ে ?" প্রসঙ্গত, রাজর্ষির বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চার অভ্য়াস রয়েছে ৷

লক্ষ্যণীয় বিষয় হল, এ নিয়ে মুখ খুলেছে বামেরাও ! পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ৷

Last Updated : Sep 23, 2022, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details