কলকাতা, 23 সেপ্টেম্বর: দুর্গাপুজোর আগেই শুরু নতুন বিতর্ক ৷ পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে চলছে সমালোচনা ৷ সরব রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির ৷ হিন্দু শাস্ত্র অনুসারে, মহালয়া (Mahalaya) থেকে শুরু হয় দেবীপক্ষ ৷ তার আগে পর্যন্ত থাকে পিতৃপক্ষ ৷ প্রচলিত নিয়ম হল, দেবীপক্ষের নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট তিথিতেই দশভূজার আবাহন করতে হয় ৷ কিন্তু, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) দুর্গাপুজোর উদ্বোধনের প্রক্রিয়া (Durga Puja Inauguration) শুরু করে দিয়েছেন ৷ যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে ৷ হিন্দু শাস্ত্র ও আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের একাংশ বলছেন, এই আচরণ নিয়মবিরুদ্ধ ৷ কারণ, দুর্গাপুজোর উদ্বোধন একটি শুভ আচার ৷ আর পিতৃপক্ষে এই ধরনের কোনও শুভ কাজ সম্পন্ন করা যায় না ৷ এ নিয়ে বৃহস্পতিবারই টুইটারে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একই সুর শোনা গিয়েছে আরও অনেকের গলাতেই ৷
এ নিয়ে শুভেন্দু তাঁর ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টে লিখেছেন, "বাংলার লজ্জা ৷ পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মাননীয়া ৷ পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয় ৷ প্রেত দোষ মুক্ত করার জন্য উত্তরপুরুষ ব্রতী হন ৷ এখন কোনও শুভ কাজ হয় না ৷ দেবীপক্ষে নবরাত্রি শুরু হলে মায়ের আরাধনা হয় ৷ বাঙালির সবটাই একা শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছেন ৷" উল্লেখ্য, বৃহস্পতিবারই কলকাতা লাগোয়া লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং সল্টলেকের একটি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট পোস্টটি করেন শুভেন্দু ৷