পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুর্গাপুজো কার্নিভালে রাজ্যপালকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী - দুর্গাপুজো কার্নিভাল 2019

শুক্রবার হবে দুর্গাপুজো কার্নিভাল ৷ এবারের থিম রাঙামাটির বাংলা ৷ সেই মতো সেজে উঠেছে মূল মঞ্চ ও রেড রোড ৷ আজ রাজ্যপাল জগদীপ ধনকড়কে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

দুর্গাপুজো কার্নিভাল

By

Published : Oct 9, 2019, 11:57 PM IST

কলকাতা, 9 অক্টোবর : রেড রোডে মেগা দুর্গা কার্নিভালের এবারের থিম রাঙামাটির বাংলা ৷ সেই মতো সেজে উঠেছে মূল মঞ্চ ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়কে কার্নিভালে উপস্থিত থাকার জন্য আজ আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শুক্রবার হবে কার্নিভাল ৷ অংশ নেবে শহর ও শহরতলির 75 টি পুজো ৷ কার্নিভালকে সফল করতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি ৷ জঙ্গলমহল-সহ বাঁকুড়া, বিষ্ণুপুরের রাঙামাটির ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে মঞ্চ-সহ রেড রোড । সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত থাকবেন দেশ- বিদেশ থেকে আগত বহু অতিথি ৷ আজই রাজ্যপালকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী ৷ রাজ্য সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছে রাজভবন । কলকাতার সেরা প্রতিমাগুলি নিয়ে শোভাযাত্রার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ট্যাবলো প্রদর্শিত হবে বলে জানা গেছে ৷

ABOUT THE AUTHOR

...view details