কলকাতা, 15 সেপ্টেম্বর:প্রত্যেকটা মানুষই একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলে জীবনের পথে ৷ আর সেই লক্ষ্য প্রাপ্তিতেই হয় মোক্ষলাভ (Mokkho)৷ যদিও সেই পথটা বেশিরভাগ মানুষের জন্যই খুব সুগম হয় না ৷ তার জন্য চালিয়ে যেতে হয় কঠিন সংগ্রাম ৷ এই ভাবনাই এ বার উঠে আসবে উলটোডাঙা বিধান সংঘের দুর্গাপুজো মণ্ডপে (Durga Puja 2022)৷
উলটোডাঙা বিধান সংঘের (Ulta danga Bidhan sangha theme) দুর্গাপুজো মণ্ডপের ভিতরে একদিকে দেখা যাবে, কাঁটাতার ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টায় মানুষ । আর অন্যদিকে তাঁদের চেষ্টা খাঁচাবদ্ধ জীবন থেকে মুক্তিলাভের । মোক্ষ লাভের লক্ষ্যে প্রতিমার নিচের অংশে ধ্যান করছেন সাধুরা । ভিতরে মণ্ডপের উপরের অংশে থাকছে গাছের ডালপালা ৷ সেটাই মোক্ষলাভের স্থান । প্রতিমাতেও থাকছে চমক । চারিদিক দশ মহাবিদ্যার দশ অবতার । মুকুটে রয়েছেন নানা দেবতা । দেখলে মনে হবে পাথর কেটে তৈরি করা ।