পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অনলাইনে খাবার অর্ডার দিয়ে টাকা খোয়ালেন দমদমের তরুণী - breaking news

দমদম থানা ও ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ওই তরুণী ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

dumdum-lady-lost-her-money-through-online-fraud
অনলাইনে খাবার অর্ডার দিয়ে টাকা খোয়ালেন দমদমের তরুণী

By

Published : Jun 14, 2021, 9:13 PM IST

কলকাতা, 14 জুন : অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে কয়েক হাজার টাকা খোয়ালেন দমদমের এক তরুণী ৷ শতরূপা দাস নামে ওই তরুণীর অভিযোগ, পাঁচ দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে 25 হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে ৷ তিনি এই নিয়ে দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগ জানিয়েছেন ব্যারাকপুর সাইবার ক্রাইম থানাতেও ৷

পেশায় মডেল শতরূপা জানিয়েছেন, শুক্রবার তিনি একটি ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করেন ৷ কিন্তু খাবার আসতে দেরি হয় । ওই তরুণীর অভিযোগ, শেষমেশ ডেলিভারি বয় তাঁকে অর্ডার বাতিল করে দিতে বলেন ৷

শতরূপার দাবি, তখন তাঁকে অর্ডার বাতিল করে টাকা ফেরত নেওয়ার জন্য এনি ডেস্ক নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় ৷ অ্যাপ ডাউনলোড করার পরেই তার মোবাইলে একটি কোড নম্বর আসে । তিনি যখন কোড রিড করেন, এরপরেই পাঁচটি ধাপে কয়েক হাজার টাকা গায়েব হয়ে যায় অ্যাকাউন্ট থেকে ।

আরও পড়ুন :মহিলাকে নগ্ন করে মারধর, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরালের অভিযোগ

আজ, সোমবার ওই তরুণী দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পাশাপাশি ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ ।

অনলাইন প্রতারণার শিকার তরুণীর বক্তব্য

উল্লেখ্য, অনলাইনে প্রতারণার অভিযোগ আগেও উঠেছে৷ অনেক সময় ওটিপি পাঠিয়ে, পাসওয়ার্ড জেনে নিয়ে, এটিএমের পিন জেনে নিয়ে প্রতারণা রয়েছে৷ এভাবে অনেকেই টাকা খুইয়েছেন৷ এক্ষেত্রেও তাই হয়েছে৷ কারণ, সাইবার বিশেষজ্ঞরা বলছেন যে এনি ডেস্ক এমন একটি অ্যাপ যার সাহায্যে দূরের কোনও মোবাইল থেকে অন্য একটি মোবাইলে ঢুকে কাজ করা যায়৷ সেই ভাবেই ওই তরুণী টাকা খুইয়েছেন৷

আরও পড়ুন :রামগড়ের জঙ্গলে যুবতীকে গণধর্ষণ

যদিও পুলিশের তরফে অনলাইন প্রতারণা নিয়ে বহুবার সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে৷ বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে পুলিশের তরফে জানানো হয়েছে যে অনলাইন প্রতারণার হাত থেকে বাঁচতে কী কী বিষয়ে পদক্ষেপ করতে হবে৷ তার পরও সচেতনতার অভাব চোখে পড়ছে৷ যার ফল দমদমের ঘটনা৷

ABOUT THE AUTHOR

...view details