কলকাতা, 26জুন: চলতি বর্ষাতেও খিদিরপুরে জল জমার সমস্যা থাকবে ৷ দীর্ঘদিনেরসমস্যাকে মেটানোর জন্য নিকাশি নালার কাজ শুরু করেছিলPWD।এই বিষয়ে কলকাতা পৌরনিগমের চেয়ারম্যান ফিরহাদহাকিমের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকও করে তারা । বস্তুত গতবছরেই খিদিরপুরের নিকাশিনালার কাজ শেষ করার পরিকল্পনা ছিলPWD-র ৷ কিন্তু,মাঝেরহাট ব্রিজ তৈরিরকাজের জন্যই তা বন্ধ হয়ে যায় । দেরিতে রেলের অনুমতি মেলায়,লকডাউন ঘোষণায় ও বর্ষা শুরু হয়ে যাওয়ায়নিকাশির কাজ এবারও শেষ করা যায়নি ।
শুক্রবার ফিরহাদ হাকিমজানান,বাধা হয়ে দাঁড়িয়েছেমাজেরহাট ব্রিজ । ব্রিজ তৈরির জন্য যে লোহার কাঠামো তৈরি হয়েছে তার জন্যই নিকাশিনালার কাজ করা যাচ্ছে না । দেরিতে রেলের অনুমতি মেলায়PWDমাঝপথে থামিয়ে দেয় কাজ ৷এরপর লকডাউন শুরু হয়ে যায় । ইতিমধ্যে বর্ষাও এসে গেছে ৷ ফলে,এখন রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ করা সম্ভবনয় ।