পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Shootout at Park Street: ময়নাতদন্তে দেরি, নিহত জওয়ানকে দেওয়া গেল না গার্ড অফ অনার - undefined

শনিবার পার্কস্ট্রিটে ভারতীয় জাদুঘরে সিআইএসএফ জওয়ান অক্ষয়ের গুলিতে নিহত হয়েছিলেন কর্তব্যরত সতীর্থ সিআইএসএফ জওয়ান রঞ্জিত কুমার সারেঙ্গি ৷ রবিবার নিহত জওয়ানকে গার্ড অফ ওনার দেওয়ার কথা ঘোষণা হলেও ময়নাতদন্তে দেরির কারণে তা শেষ পর্যন্ত হয়নি ৷

Shootout at Park Street
নিহত জওয়ানকে দেওয়া হল না গার্ড অফ অনার

By

Published : Aug 7, 2022, 11:09 PM IST

কলকাতা, 7 অগস্ট: ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে নিহত হয়েছিলেন কর্তব্যরত সিআইএসএফ জওয়ান রঞ্জিতকুমার সারেঙ্গি ৷ এদিন এসএসকেএম হাসপাতালে দীর্ঘক্ষণ চলে ময়নাতদন্ত ৷ নিহতও সিআইএসএফ জওয়ানকে গার্ড অফ অনার দেওয়ার কথা থাকলে ময়নাতদন্তে দেরি হওয়ায় শেষ পর্যন্ত তা দেওয়া যায়নি ৷ তবে ওই জওয়ানের হোমটাউন ওড়িশায় দেহ পৌঁছনোর পর দেওয়া হতে পারে এই সম্মান ৷ এমনটাই জনা গিয়েছে বিশেষ সূত্রে ৷

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় ঘটনার সূত্রপাত হয় ৷ ওইদিন সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ ওই ব্যারাকে থাকা অক্ষয়কুমার মিশ্র নামে এক সিআইএসএফ (CISF) জওয়ান গুলি চালান ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷ একে-47 থেকে প্রায় 20-30ব রাউন্ড এলোপাথাড়ি গুলি চলে ৷ এই গুলিতেই নিহত হয়েছিলেন রঞ্জিত সারেঙ্গি ও আহত হয়েছিলেন সুবীর ঘোষ নামে আরও এক জওয়ান ৷ বর্তমানে তাঁর অবস্থা স্থীতিশীল ৷

আরও পড়ুন: পার্ক স্ট্রিটে গুলি চালনার ঘটনায় ধৃত অভিযুক্ত জওয়ান, চলছে কারণ জানার চেষ্টা

রুদ্ধশ্বাস নাটকীয় এই ঘটনার ইতি হয় প্রায় দেড় ঘণ্টা পরে ৷ অপারেশন 'মোজো' চালানোর পর আসে সাফল্য (Commissioner of Police Appreciated the Force) । এই ঘটনায় কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের থেকে শুরু করে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স এবং স্পেশাল অ্যাকশন ফোর্স যেভাবে ঘটনার একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে কাজ করেছেন ৷ অভিযুক্ত সিআইএসএফ জওয়ান অক্ষয় মিশ্রকে গ্রেফতার করে পুলিশ ৷ খুশি কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল কলকাতা পুলিশ বাহিনীকে কুর্নিশ জানিয়েছিলেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details