কলকাতা, 7 অগস্ট: ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে নিহত হয়েছিলেন কর্তব্যরত সিআইএসএফ জওয়ান রঞ্জিতকুমার সারেঙ্গি ৷ এদিন এসএসকেএম হাসপাতালে দীর্ঘক্ষণ চলে ময়নাতদন্ত ৷ নিহতও সিআইএসএফ জওয়ানকে গার্ড অফ অনার দেওয়ার কথা থাকলে ময়নাতদন্তে দেরি হওয়ায় শেষ পর্যন্ত তা দেওয়া যায়নি ৷ তবে ওই জওয়ানের হোমটাউন ওড়িশায় দেহ পৌঁছনোর পর দেওয়া হতে পারে এই সম্মান ৷ এমনটাই জনা গিয়েছে বিশেষ সূত্রে ৷
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় ঘটনার সূত্রপাত হয় ৷ ওইদিন সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ ওই ব্যারাকে থাকা অক্ষয়কুমার মিশ্র নামে এক সিআইএসএফ (CISF) জওয়ান গুলি চালান ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷ একে-47 থেকে প্রায় 20-30ব রাউন্ড এলোপাথাড়ি গুলি চলে ৷ এই গুলিতেই নিহত হয়েছিলেন রঞ্জিত সারেঙ্গি ও আহত হয়েছিলেন সুবীর ঘোষ নামে আরও এক জওয়ান ৷ বর্তমানে তাঁর অবস্থা স্থীতিশীল ৷