পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আক্রান্ত CISF, আপাতত বন্ধ থাকছে ভারতীয় জাদুঘরের সমস্ত অফিস

কোরোনা আক্রান্ত ভারতীয় জাদুঘরে নিরাপত্তার দায়িত্বে থাকা 21 জন CISF কর্মী। এমত অবস্থায় বন্ধ থাকছে জাদুঘরের যাবতীয় অফিস।

Indian Museum are currently closed
কলকাতা

By

Published : May 18, 2020, 12:38 AM IST

কলকাতা, 17 মে: কোরোনা সংক্রমণ রুখতে আপাতত বন্ধ থাকছে ভারতীয় জাদুঘরের সমস্ত অফিস। চলতি মাসেই ভারতীয় জাদুঘরে এক CISF কর্মীর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর সোয়াব পরীক্ষা করে জানা যায় তিনি কোরোনা সংক্রমিত ছিলেন। এরপরই 21 জন CISF কর্মী কোরোনা আক্রান্ত হন। তাঁরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে মিউজিয়াম কর্তৃপক্ষ সমগ্র CISF ব্যাটেলিয়নকে পরিবর্তন করার জন্য ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকে আবেদন জানিয়েছে।

সম্প্রতি কলকাতার ভারতীয় জাদুঘরের তরফে জানানো হয়েছিল, আগামীকাল থেকে জাদুঘরের ভেতরের অফিস খোলা থাকবে। কিন্তু, CISF কর্মীদের কোরোনা আক্রান্ত হওয়ার ঘটনার পর সিদ্ধান্ত হয়েছে, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমস্ত অফিস। এদিকে, CISF ব্যারাকে জাদুঘরের কোনও কর্মী, অফিসারেরা গিয়েছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্তদের পরিবারের কেউ জাদুঘরে এসেছিলেন কি না, সেই বিষয়ে খোঁজ করতে শুরু করেছে জাদুঘর কর্তৃপক্ষ। কীভাবে জাদুঘরের CISF কর্মীদের মধ্যে সংক্রমণ ছড়াল সেই বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। অন্যদিকে CISF ব্যারাক স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে।

বর্তমানে 33 জন CISF কর্মী কলকাতা জাদুঘরে কর্তব্যরত অবস্থায় রয়েছেন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে। উদ্বিগ্ন জাদুঘর কর্তৃপক্ষ সমগ্র বিষয়টি কেন্দ্রীয় সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরকে জানিয়েছে বলে জানা গিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details