পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা আবহে কম হচ্ছে গণেশ পুজো, মন খারাপ কুমোরটুলির - গণেশ আরাধনাতেও বাধা

গণেশ মূর্তি এ'বছর হাতে গোনা কয়েকটি শিল্পীর ঘরে তৈরি হয়েছে ৷ আগামীকাল গণেশ পুজো ৷ মন্দার বাজারে আগাম বায়না করা মূর্তিই কেবল তৈরি হয়েছে কলকাতার কুমোরটুলি পাড়ায় ৷

Corona
কোরোনাভাইরাসের জেরে গণেশ আরাধনাতেও বাধা

By

Published : Aug 21, 2020, 10:04 PM IST

Updated : Aug 22, 2020, 1:56 PM IST

কলকাতা, 21 অগাস্ট : আগামীকাল গণেশ পুজো । গত কয়েক বছরে কলকাতায় বেড়েছে গণেশ পুজোর সংখ্যা । গৃহস্থ বাড়ি থেকে পাড়ার অলি-গলি, সর্বত্র দেখা গেছে গণেশ পুজোর রমরমা ৷ কিন্তু, এবার ছবিটা আলাদা ৷ অন্যবারের তুলনায় এবার কম হচ্ছে গণেশ পুজো ৷ কারণ কোরোনা ৷ যার প্রভাব পড়েছে কুমোরটুলিতে ৷ হাতে গোনা কয়েকজন শিল্পী গণেশের মূর্তি বানিয়েছেন ৷ অধিকাংশই শিল্পীর কারখানা বন্ধ ৷ প্লাস্টিকে মোড়া রয়েছে অর্ধ সমাপ্ত বিভিন্ন দেবদেবীর মূর্তি।

কুমোরটুলিতে হাতে গোনা কয়েকটা শিল্পীর ঘরেই এবছর তৈরি হয়েছে গণেশ মূর্তি। সেখানেও বাজার মন্দার স্পষ্ট ছবি উঠে এসেছে। কোরোনা ভাইরাস সংক্রমণ ও লকডাউনের জেরে এবছর গণেশের মূর্তির চাহিদা কম । শিল্পীরা জানিয়েছেন, যে পরিমাণে অর্ডার হত তার চেয়ে কম অর্ডার হয়েছে । শিল্পীরা বায়নার মূর্তি তৈরি করেছেন ৷

কোরোনার প্রভাব গণেশ পুজোতেও


কুমোরটুলির শিল্পীরা জানিয়েছেন, এ'বছর বড় মূর্তি আর তৈরি হয়নি। বড় মূর্তির চাহিদা নেই ৷ তাই ছোটো ওজন ও আয়তনের মূর্তি তৈরি করা হয়েছে। দেড় থেকে তিন ফুটের মূর্তি তৈরি করেছেন তাঁরা । যদিও মূর্তির দাম এবছর বাড়েনি বলেই জানিয়েছেন শিল্পীরা। দেড় হাজার থেকে তিন হাজার টাকায় মূর্তি বিক্রি হচ্ছে ৷

Last Updated : Aug 22, 2020, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details