পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid19 : বাড়ছে করোনাগ্রাফ, জেলাশাসকদের টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ নবান্নের

জেলাশাসকদের কোভিড টেস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি অক্সিজেনের জোগান এবং করোনা বেডের সংস্থান রাখার কথা বলা হয়েছে ৷ দুর্গাপূজার ক'দিন কোভিড নিয়ম উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে যেভাবে মানুষ ভিড় করেছিল, তাতে আশঙ্কা ছিলই। গত দু'দিনে সেই আশঙ্কা সত্যি করে করোনা সংক্রমণের হার বেড়েছে রাজ্যে।

Covid19
বাড়ছে করোনাগ্রাফ, জেলা শাসকদের টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ নবান্নের

By

Published : Oct 19, 2021, 10:19 PM IST

কলকাতা, 19 অক্টোবর : দুর্গাপুজো কাটতেই ক্রমেই বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণের হার ৷ এই অবস্থায় সমস্ত জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এমনীতেই উৎসবের মরসুমে করোনা সংক্রমণের হার নিয়ে চিন্তিত ছিল রাজ্য প্রশাসন ৷ ইতিমধ্যেই তা প্রায় তিন শতাংশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ৷ এই অবস্থায় জেলায় জেলায় করোনা পরীক্ষার হার বাড়ানোর উপর জোর দিয়েছেন মুখ্যসচিব। নবান্নের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনওভাবেই যেন করোনা পরীক্ষা নিয়ে গড়িমসি করা না-হয়।

এমনিতেই চিকিৎসকমহল যেভাবে দুর্গাপূজার ক'দিন নিয়মনীতি উপেক্ষা করে মানুষ যেভাবে মণ্ডপে মণ্ডপে ভিড় করেছে তাতে আশঙ্কা ছিলই। গত দুই একদিনে সেই আশঙ্কা সত্যি করে করোনা সংক্রমণের হার বেড়েছে রাজ্যে। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিন অনুসারে করোনা নতুন কেসের সংখ্যা হয়েছে 726 জন। গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 9 জনের ৷ তার মধ্যে কলকাতা ও উত্তর 24 পরগনাতেই সংক্রমণ যথাক্রমে 183 জন এবং 106 জন ৷ একইভাবে কলকাতা ও উত্তর 24 পরগনায় দু'জন করে মারা গিয়েছেন।

আরও পড়ুন : সাতশোর ঘরে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু

এমতাবস্থায় মুখ্যসচিব সব জেলার জেলাশাসকদের টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে অক্সিজেনের জোগান এবং করোনা বেডের সংস্থান রাখার কথা বলা হয়েছে ৷


এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে এগিয়ে সেই দক্ষিণবঙ্গ ৷ সবচেয়ে বড় উদ্বেগের কারণ কলকাতা ও লাগোয়া উত্তর 24 পরগনা। কলকাতায় একদিনে সংক্রমিত 183 আর উত্তর 24 পরগনায় 103 ৷ এরপরেই রয়েছে হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া।

ABOUT THE AUTHOR

...view details