কলকাতা, 12 অগস্ট : দুয়ারে সরকারে 99 শতাংশ মানুষ উপকৃত হয়েছেন ৷ নবান্নে সাংবাদিক সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ জানালেন, নতুন করে 16 অগস্ট থেকে ফের দুয়ারে সরকার (Duare Sarkar) শুরু হবে ৷ চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত ৷ এই পর্যায়ে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakhmir Bhandar) ফর্ম দেওয়া হবে দুয়ারে সরকর কর্মসূচিতে ৷ বিনামূল্যে মিলবে ফর্ম ৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আলাদা কাউন্টার থাকবে। ফর্ম ফিল আপে থাকছে বিশেষ নিয়ম। ফর্মে থাকবে ইউনিক নম্বর ৷ সেই নম্বর নথিভুক্ত হবে সরকারের খতিয়ানে। এই নম্বর ছাড়া ফর্ম ফিল আপ করা যাবে না ।
মুখ্যমন্ত্রী আরও জানান, লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথীর ফর্মেও থাকবে ইউনিক নম্বর । এদিন একটি ফোন নম্বরও দেন মুখ্যমন্ত্রী ৷ যেখানে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানো হবে ৷ সেই নম্বরটি হল 1707/ 22143526 ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ভাইফোঁটার দিনে দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে ৷ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কারা আবেদন করতে পারবেন ?
আরও পড়ুন: ফের ‘মমতা’র পরশ, ১ সেপ্টেম্বর থেকে মেয়েদের 'লক্ষ্মীর ভাণ্ডারে' 500 টাকা
মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা সরকারি চাকরি করেন, পেনশন পান কিংবা ভাল বেসরকারি চাকরি করেন, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। অন্যরা মাসে 500 এবং তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারা মাসিক 1 হাজার টাকা করে পাবেন।”