কলকাতা, 3 জানুয়ারি: 2 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে 'দুয়ারে সরকার' কর্মসূচি (Duare Sarkar Programme) ৷ কিন্তু এর মধ্যেও রাজ্যের এই কর্মসূচি পেল নয়া সম্মান ৷ জাতীয় স্তরে সম্মানিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের স্বপ্নের 'দুয়ারে সরকার' ৷
সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়েছে, কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া'র (সিএসআই) 19তম ই-গভর্নেন্স অ্যাওর্ডের প্রজেক্ট বিভাগে 'অ্যাওয়ার্ড অফ এক্সিলেনেস' সম্মানে পুরস্কৃত হয়েছে দুয়ারে সরকার ৷ ভারতের তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবথেকে বড় অ-লাভজনক সংস্থা সিএসআই ৷ সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে এই সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারেরও বেশি । সেই সংস্থা দেশের বিভিন্ন রাজ্যের প্রকল্পের পর্যালোচনা করে পশ্চিমবঙ্গের এই কর্মসূচিকে সম্মানিত করল (duare sarkar programme of west bengal has received Award of Excellence) ৷