পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Duare Sarkar Programme: জাতীয় স্তরে সম্মানিত মমতার 'দুয়ারে সরকার' কর্মসূচি - duare sarkar programme of west bengal has received Award of Excellence

জাতীয় স্তরে সেরার সম্মান পেল পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচি (duare sarkar programme of west bengal has received Award of Excellence) ৷ টুইট তৃণমূলের ৷

Duare Sarkar Programme
জাতীয় স্তরে সম্মানিত মমতার 'দুয়ারে সরকার' কর্মসূচি

By

Published : Jan 3, 2022, 5:39 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: 2 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে 'দুয়ারে সরকার' কর্মসূচি (Duare Sarkar Programme) ৷ কিন্তু এর মধ্যেও রাজ্যের এই কর্মসূচি পেল নয়া সম্মান ৷ জাতীয় স্তরে সম্মানিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের স্বপ্নের 'দুয়ারে সরকার' ৷

সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়েছে, কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া'র (সিএসআই) 19তম ই-গভর্নেন্স অ্যাওর্ডের প্রজেক্ট বিভাগে 'অ্যাওয়ার্ড অফ এক্সিলেনেস' সম্মানে পুরস্কৃত হয়েছে দুয়ারে সরকার ৷ ভারতের তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবথেকে বড় অ-লাভজনক সংস্থা সিএসআই ৷ সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে এই সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারেরও বেশি । সেই সংস্থা দেশের বিভিন্ন রাজ্যের প্রকল্পের পর্যালোচনা করে পশ্চিমবঙ্গের এই কর্মসূচিকে সম্মানিত করল (duare sarkar programme of west bengal has received Award of Excellence) ৷

আরও পড়ুন : কলকাতার 16টি স্কুলে শুরু 15-18 বছর বয়সিদের টিকাকরণ

বিভিন্ন সরকরি কাজ, প্রকল্প ও কর্মসূচির সুবিধা নিতে রাজ্যের মানুষকে যাতে সরকারি দফতরে দফতরে ঘুরতে না হয়, সেই উদ্দেশ্যে 2021 বিধানসভা নির্বাচনের আগে গত বছর থেকে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বছরে দু'বার দুয়ারে সরকারের ক্যাম্প বসে ৷ রেশন কার্ড সংক্রান্ত সমস্যার সমাধান, জাতিগত শংসাপত্র, স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা-সহ রাজ্যের একাধিক প্রকল্পের পরিষেবা প্রদান করা হয় এই ক্যাম্পগুলি থেকে ৷ রাজ্যের দাবি, প্রায় 60 শতাংশ মানুষ এই কর্মসূচি থেকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেয়েছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details