পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

State EC New Guidelines : পৌরসভা নির্বাচনী প্রচারে 'দুয়ারে সরকার'কে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না শাসকদল - Duare Sarkar cannot be used to influence voters in upcoming bengal civic polls

সোমবারের জয় আসন্ন 108 পৌরসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যে যে আরও বেশি সহায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ কিন্তু সেই নির্বাচনী প্রচারে 'দুয়ারে সরকার' প্রকল্পকে হাতিয়ার করা যাবে না কোনওভাবেই (Duare Sarkar cannot be used to influence voters in upcoming civic polls) ৷

State EC New Guidelines
পুরসভা নির্বাচনী প্রচারে 'দুয়ারে সরকার'কে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না শাসকদল

By

Published : Feb 14, 2022, 6:38 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর ৷ চার পৌরনিগম নির্বাচনে সবুজ ঝড়। আর এই ল্যান্ডস্লাইড ভিকট্রিকে হাতিয়ার করে চলতি মাসের শেষে 108 পৌরসভা নির্বাচনে জয়ের প্রস্তুতি শুরু হল ঘাসফুল শিবিরে ৷ সোমবারের জয় আসন্ন 108 পৌরসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যে যে আরও বেশি সহায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ কিন্তু সেই নির্বাচনী প্রচারে 'দুয়ারে সরকার' প্রকল্পকে হাতিয়ার করা যাবে না কোনওভাবেই (Duare Sarkar cannot be used to influence voters in upcoming bengal civic polls) ৷

চার পৌরনিগম নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই রাজ্য নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা বলবৎ হল ৷ সোমবার বলবৎ হওয়া সেই নির্দেশিকায় জানানো হয়েছে, আসন্ন পুরসভা নির্বাচনী প্রচারে 'দুয়ারে সরকার'কে মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না। নির্বাচনী আদর্শ আচরণ বিধির 8 নম্বর ধারায় উল্লেখ রয়েছে বিষয়টি।

আরও পড়ুন : SMC Election Result 2022 : বিরোধীদের প্রত্যাখান, শিলিগুড়িতে উল্লাসে মাতল ঘাসফুল শিবির

'দুয়ারে সরকার' ক্যাম্পে গিয়ে কোনও ভোটারকে প্রভাবিতও করতে পারবেন না প্রার্থীরা ৷ পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়ের ছবিকেও প্রচারের মাধ্যম থেকে বিরত রাখার নির্দেশ রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকায় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details