কলকাতা, 14 ফেব্রুয়ারি : বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর ৷ চার পৌরনিগম নির্বাচনে সবুজ ঝড়। আর এই ল্যান্ডস্লাইড ভিকট্রিকে হাতিয়ার করে চলতি মাসের শেষে 108 পৌরসভা নির্বাচনে জয়ের প্রস্তুতি শুরু হল ঘাসফুল শিবিরে ৷ সোমবারের জয় আসন্ন 108 পৌরসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যে যে আরও বেশি সহায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ কিন্তু সেই নির্বাচনী প্রচারে 'দুয়ারে সরকার' প্রকল্পকে হাতিয়ার করা যাবে না কোনওভাবেই (Duare Sarkar cannot be used to influence voters in upcoming bengal civic polls) ৷
চার পৌরনিগম নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই রাজ্য নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা বলবৎ হল ৷ সোমবার বলবৎ হওয়া সেই নির্দেশিকায় জানানো হয়েছে, আসন্ন পুরসভা নির্বাচনী প্রচারে 'দুয়ারে সরকার'কে মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না। নির্বাচনী আদর্শ আচরণ বিধির 8 নম্বর ধারায় উল্লেখ রয়েছে বিষয়টি।