কলকাতা, 18 মে : আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে 'দুয়ারে রেশন' প্রকল্প । মঙ্গলবার এই নিয়ে খাদ্য ভবনে বৈঠক করলেন খাদ্যসচিব ও ফুড কমিশনার । বৈঠকে উপস্থিত ছিলেন রেশন ডিলার সংগঠনের প্রতিনিধিরা । প্রত্যেক জেলার খাদ্য দফতরের আধিকারিকরা ভিডিয়ো কনফারেন্সে বৈঠকে অংশগ্রহণ করেন ।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত প্রত্যেক জেলায় একটি করে রেশন দোকানে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু হবে । তবে, ভৌগলিক কারণে পাহাড়ে পরিষেবা শুরু হচ্ছে না ৷ প্রাথমিক ভাবে কলকাতায় 6টি এবং জেলার 22টি রেশন দোকান নির্বাচিত হয়েছে । এই দোকানগুলি থেকে ডিলার একটি পাড়া বা গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবেন । যেহেতু করোনা প্রকোপ রয়েছে, তাই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে কোভিড বিধি মেনে । বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার পর উপভোক্তা এবং রেশন ডিলারের প্রতিক্রিয়া নিয়ে ফের আগামী সোমবার বৈঠক হবে । এরপরই দুয়ারে রেশন প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।