কলকাতা, 23 জুন:অঙ্কের সূক্ষ্ম কারিগরি, একইসঙ্গে রাজনীতিতে দাবার চাল । রাইসিনার লড়াইয়ে মাস্টারস্ট্রোক বিজেপির । প্রার্থী ঘোষণার দিনেই ভোট অঙ্কে অনেকটা স্বস্তিতে বিজেপি (Droupadi Murmu vs Yashwant Sinha)। অন্যদিকে, বহুকষ্টে বিরোধীদের সঙ্ঘবদ্ধ মুখ হিসাবে বাজপেয়ী আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো যশবন্ত সিনহাকে প্রার্থী ঘোষণা করলেও রাইসিনার লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন তিনি । হঠাৎ করে কেন এমন কথা বলা হচ্ছে ? ব্যাখ্যার পেছনে রয়েছে অঙ্কের জটিল হিসেব । কী সেই অঙ্ক (Indian President)!
যে অঙ্কের কারণে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে এগিয়ে রাখা হচ্ছে সেই হিসাবটা একবার দেখা যাক (President Election 2022)। রাষ্ট্রপতি নির্বাচনে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলে মোট ভোটমূল্য 10,97,903 । এর মধ্যে সব রাজ্যের বিধায়কদের মিলিত ভোটের মান 5,49,495 ৷ একইসঙ্গে লোকসভা ও রাজ্যসভা মিলে সমস্ত সাংসদদের মিলিত ভোটের মান 5,49,408 । তবে জম্বু-কাশ্মীরে এই মুহূর্তে কোনও বিধানসভা নেই আর সে কারণেই সেই রাজ্যের রাজ্যসভার নির্বাচন হয়নি । সুতরাং মোট ভোটমূল্যের থেকে জম্মু এবং কাশ্মীরকে বাদ দিলে মোট ভোটমূল্য দাঁড়াবে 10,89,807। কারণ ওই রাজ্যের 67 জন বিধায়ক এবং 4 জন রাজ্যসভা সদস্যের ভোটমূল্য (6,268 + 2832 = 9,096)৷ মোট ভোট থেকে বাদ যাবে (10,98,903 - 9,096 = 10,89,807)। ফলে যিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হোন তাঁকে (10,89,807 ÷ 2) 5,44,904-এর থেকে বেশি ভোট পেতে হবে ।
এ বার দেখা যাক বিজেপির হাতে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জিতিয়ে নিয়ে আসার জন্য এই মুহূর্তে কত ভোট রয়েছে । তথ্য বলছে, এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে তাদের বিভিন্ন রাজ্যের মোট 1,379 জন বিধায়ক এবং রাজ্যসভা ও লোকসভা মিলে তাদের হাতে রয়েছে 389 জন বিজেপি সাংসদের ভোট । এ ক্ষেত্রে বিধানসভার 1,379 জন বিধায়কের ভোটমূল্য 1,84,573। লোকসভার 289 জন সদস্যের ভোটমূল্য 2,04,612। রাজ্যসভার 100 জন সদস্যের ভোটমূল্য 70,800। সব মিলিয়ে বিজেপির নিজস্ব ভোট 4,59,985। এ দিকে বিজেপি শরিক দলের হাতে সাংসদ রয়েছেন রাজ্যসভা এবং লোকসভা মিলে 28 জন এবং বিধায়ক রয়েছেন 307 জন । এ ক্ষেত্রে সমস্ত বিধানসভা ধরলে 307 জন শরিক দলের বিধায়কের ভোটমূল্য 26,055। লোকসভার 16 জন সদস্যের ভোটমূল্য 11,328। রাজ্যসভার 12 জন সদস্যের ভোটমূল্য 8,496। অতএব এই মুহূর্তে শরিক দলের যে ভোট বিজেপির সঙ্গে রয়েছে তা হল 45,879। অতএব এই মুহূর্তে বিজেপি ও শরিকদের মোট ভোট মিলে বিজেপির হাতে রয়েছে (4,59,985 + 45,879) 5,05,864 ভোট ।