কলকাতা, 12 জুলাই: কলকাতায় স্বামীজির বাড়িতে গেলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu in Kolkata)৷ সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী (Swami Vivekananda residence)৷
আজ সকাল 8.30 নাগাদ স্বামী বিবকানন্দের বাড়িতে যান এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু । তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ৷ সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী ৷ অংশ নেন ধর্মীয় আচারে ৷ স্বামীজির ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং তাঁদের পাশেই থাকা দেবী কালীর মূর্তিতেও শ্রদ্ধা জানান দ্রৌপদী মুর্মু । সন্ন্যাসী ও মহরাজদের সঙ্গে অংশ নেন বিশেষ প্রার্থনায় ৷ রাষ্ট্রপতি পদপ্রার্থীকে একটি শাল, স্বামীজির ছবি, তাঁর বই ও একটি শাড়ি উপহার দেন সন্ন্যাসীরা ।