কলকাতা, 30 এপ্রিল : গ্রীষ্মের দাবদাহে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর ৷ কলকাতাতেও প্রায় দু’মাস হল বৃষ্টি নেই ৷ এই পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে পথচলতি দরিদ্র দিনমজুরদের জন্য জলসত্রের ব্যবস্থা করলেন তৌসিফ রহমান (Drinking-Water Arrangements for Labours in Alimuddin Street) ৷ কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটের বাসিন্দা তৌসিফ এবং তাঁর বন্ধুরা মিলে রাস্তার পাশে একটি রেফ্রিজারেটর রেখেছেন ৷ যেখানে 20-30টি ঠান্ডা জলের বোতল রাখা থাকে ৷ আলিমুদ্দিন স্ট্রিটের মত গুরুত্বপূর্ণ রাস্তায় দিয়ে যাতায়াতকারী দিনমজুররা সেখান থেকে নিজেদের ইচ্ছেমতো জল খেতে পারবেন ৷
সুকুমার রায়ের ‘অবাক জলপান’-এ একটু জলের জন্য পথিককে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছিল ৷ তবে, আলিমুদ্দিন স্ট্রিটের তৌসিফ রহমান পথিকদের কাছে পৌঁছে যাচ্ছেন ঠান্ডা জল নিয়ে ৷ গরমের তীব্র দাবদাহে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা এবং অন্যান্য দিনমজুরদের জন্য রাস্তার পাশেই একটি রেফ্রিজারেটরের ব্যবস্থা করেছেন তৌসফ ৷ পবিত্র রমজান মাসে নিজে রোজা রাখছেন ৷ আর এই তীব্র গরমে দিনরাত পরিশ্রম করা মানুষদের গলা ভেজাতে ঠান্ডা জলের ব্যবস্থা করলেন তৌসিফ ৷
এ নিয়ে তৌসিফ বলেন, ‘‘এই গরমে আমরা সারাদিন এসিতে থাকছি ৷ ঠান্ডা জল খাচ্ছি ৷ কখনও ঠান্ডা পানীয় খেয়ে তৃষ্ণা মেটাচ্ছি ৷ এমনকি বোতলের জল কিনে খাই ৷ কমবেশি আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে ফ্রিজ ও এসি আছে ৷ কিন্তু, আলিমুদ্দিন স্ট্রিটে অনেক গরিব দিনমজুর থাকেন, যাঁদের মাসের আয় 5 হাজার টাকা ৷ তাঁদের পক্ষে একটা 30 টাকার জলের বোতল কেনা কখনওই সম্ভব নয় ৷ তাই এই গরমে তাঁদের ক্লান্তি ও তেষ্টা মেটাত এই ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়েছে ৷’’