কলকাতা, 4 এপ্রিল : কলকাতার এক যৌনপল্লি এলাকা প্রেমচাঁদ বড়াল স্ট্রিট । গরমের শেষ থেকেই গোটা এলাকার মানুষজন সিঁদুরে মেঘ দেখেন । কারণ বর্ষা আসছে ৷ বর্ষায় এখানে জল জমার সমস্যা প্রবল ৷ একবার বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার এখানে ৷ আশপাশের এলাকা থেকে জল নেমে গেলেও এখানে তার উপায়টি নেই ৷ তাই এখন থেকেই প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বাসিন্দাদের মনে সিঁদুরে মেঘ (Prem Chand Boral Street Drainage Problem) ৷
স্থানীয়রা জানান, ঘর হোক বা দোকানপাট অথবা ডাক্তারখানা, বৃষ্টির জল জমে থাকে কম করে দিন সাতেক । চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় এলাকার মানুষজনকে । এই যৌনপল্লির বেশিরভাগ মানুষের আয়ের পথ দেহ ব্যবসা । কিন্তু এমন জলজমা পরিস্থিতিতে কেউ ধারেকাছে আসতে চায় না ৷ তাই যে ক'টা দিন কলোনি জলমগ্ন থাকে সে ক'টা দিন টানা ব্যবসা বন্ধই থাকে ৷ ফলে পড়তে হয় আর্থিক সঙ্কটের মুখে ৷ তাই বর্ষাকাল মানেই এই এলাকার বাসিন্দাদের কাছে অভিশাপ ৷ তবে শুধু যে তা ব্যবসার কারণে তা নয় । ঘরে জল ঢুকে থাকলে সংসারের কাজও জটিল হয়ে ওঠে ।