কলকাতা, 17 জুন : দ্বিগুণ হচ্ছে রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পের ভাতা ৷ নবান্নে সরকারি ঘোষণার পাশাপাশি টুইট করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানালেন, "নতুন চেহারায় কৃষকবন্ধু প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার ৷ এর ফলে এক একর অথবা তার বেশি জমি রয়েছে যে সব কৃষকের, তাঁরা দ্বিগুণ বার্ষিক ভাতা পাবেন এবার থেকে ৷ আগে যা ছিল 5 হাজার টাকা, এবার তা বেড়ে হচ্ছে 10 হাজার টাকা ৷"
এক একরের থেকে কম জমি রয়েছে যে কৃষকদের, তাঁরাও বঞ্চিত হচ্ছেন না ৷ টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "এক একরের থেকে কম জমি রয়েছে যাঁদের, এবার থেকে তাঁরা বার্ষিক 4 হাজার টাকা ভাতা পাবেন ৷" আগে বর্গাদার, খেতমজুর যাঁরা এক কাটা, দুকাটা জমির মালিক তাঁদের কৃষকবন্ধু প্রকল্পে 2 হাজার টাকা ভাতা দিত রাজ্য সরকার ৷
আরও পড়ুন: পিকে-আইপ্যাকের জোড়াফলায় মোদিকে হারানোর পরিকল্পনা কষছে মমতার দল
এই ঘোষণার পাশাপাশি টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "আমি সবাইকে আশ্বস্ত করছি, সমস্ত প্রতিশ্রুতি (10 অঙ্গীকার) মেটাতে পশ্চিমবঙ্গ সরকার 24 ঘণ্টা কাজ করছে ৷"