পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিপদে মানুষের পাশে দাঁড়ান, রাজনীতি করবেন না : মমতা - বিপদে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর

বুলবুল ঘূর্ণিঝড়ে দুর্গতদের যাবতীয় সাহায্য করছে রাজ্য সরকার । কিন্তু রাজ্য সরকারের একার সাহায্যে সবার পাশে দাঁড়ানো সম্ভব নয় ৷ তাই সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

প্রতীকী ছবি

By

Published : Nov 14, 2019, 10:40 PM IST

কলকাতা, 14 নভেম্বর : "বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে ভাঙচুর, পলিটিক্স করবেন না ।" আজ নবান্নে বৈঠক শেষে রাজ্যবাসীকে বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কেন্দ্রীয় সরকারের সাহায্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, " কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন তারা দেখে যান ৷ আমরা পুরো রিপোর্ট দেব ৷ প্রধানমন্ত্রী আগেও বলেছিলেন সবরকম সাহায্য করবেন ৷ দেখা যাক ৷ যখন তারা বলেছে আমরা বিশ্বাস করছি ৷ " তিনি আরও জানান, দুর্গত মানুষদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে রাজনীতি করা হচ্ছে । ভাঙচুর করা হচ্ছে ৷ বলেন, "অনুরোধ করব এটা করবেন না ৷ রাজনীতি করার সময় এটা নয় ৷ রাজনীতি করার সময় অনেক রয়েছে । রাজনীতি করতে নামলে আমরাও পারতাম । কিন্তু করি না ।"

বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তাঁর বক্তব্য, "যে পরিমাণে ক্ষতি হয়েছে তাতে রাজ্য সরকারের একার সাহায্যে সবার পাশে দাঁড়ানো সম্ভব নয় ৷" তাই সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details