কলকাতা, 26 সেপ্টেম্বর: আমি যদি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করতাম, তাহলে রাজ্যে ক্ষমতায় আসার পরে কিছু সিপিএম নেতাদের জেলে পাঠাতাম ৷ রবিবার মহালয়ার দিন দলের মুখপত্রের (TMC mouthpiece) শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷
আরও পড়ুন:দলের মুখপত্রের উৎসব সংখ্যায় কলম ধরে অভিষেকের ঘোষণা - 'লড়াই চলবে'
এদিন মুখ্যমন্ত্রী বলেন," আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না । তৃণমূল প্রতিহিংসাপরায়ণ নয় ৷ সিপিআইএম নেতাদের জেলে পাঠানোর মতো যথেষ্ট কারণ ছিল । তারপরও, তাঁরা যদি আমাদের বিরুদ্ধে খারাপ কথা বলে তাহলে আমি বলব, দয়া করে চালিয়ে যান । আমরা গুরুত্ব দেব না ৷"
জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চ থেকে মমতার কটাক্ষ, তৃণমূলের সবাই খারাপ আর আপনার দলের যারা ভালো ! সিপিএমের মুখপত্র গণশক্তি কর্পোরেটের কাছ থেকে বিজ্ঞাপন নিয়েছিল এবং বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন সরকারি বিজ্ঞাপনও পেয়েছিল । এমনকী সেখানে চিটফান্ডের বিজ্ঞাপনও ছিল । আমরা বামদের মতো কাগজ চালানোর জন্য কর্পোরেটদের কাছ থেকে বিজ্ঞাপন নিই না । তাদের কথা বলার কোনও নৈতিক অধিকার নেই । কাগজ কোনও বিজ্ঞাপন ছাড়াই টিকিয়ে রাখা হবে ৷