কলকাতা, 12 ফেব্রুয়ারি : কয়েকদিন আগেই জামিনে ছাড়া পেয়েছেন ছত্রধর মাহাত । ১১ বছর পর গেছেন লালগড়ে । এরই মধ্যে তিনি তৃণমূলে যোগ দেবেন জল্পনা ছড়িয়েছে । তাঁর গলায় মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেলেও তৃণমূলে যোগ নিয়ে এখনও মনস্থির করেননি বলে জানিয়েছেন তিনি । তবে তাঁর জন্য তাঁদের দরজা যে খোলা তা বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব । গতকাল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "ছত্রধর তৃণমূলে এলে অখুশি হব না ।"
ছত্রধর তৃণমূলে এলে অখুশি হব না, মন্তব্য পার্থর - chhatradhar mahato
ছত্রধর কি তৃণমূলে যোগ দেবেন ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷
পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । 10 বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন তৎকালীন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাত । তাঁর বাড়ি ফেরার পর থেকেই তৃণমূলের সঙ্গে সখ্যতা নিয়ে জল্পনা শুরু হয়েছে । ছত্রধরের মুক্তি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে BJP নেতৃত্ব ।
মুকুল রায় প্রশ্ন তোলেন, ছত্রধর মাহাত এতদিন তৃণমূলের সঙ্গেই ছিলেন । তবে মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো দিন জেলে ফেলে রেখেছিলেন কেন? এদিকে, তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে জল্পনা জিইয়ে রেখে ছত্রধর বলেন, "ওরা যদি বলে তাহলে কথা বলব ।"