কলকাতা, 15 জুন:আজ আচমকাই নিজাম প্যালেসে হাজির দোলা সেন (Dola Sen in Nizam Palace)। এমন একটা সময়ে, যেদিন সেখানে কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI interrogating Saokat Molla)৷ তবে দোলা সেনের সেখানে যাওয়ার কারণ অন্য বলে জানালেন তিনি নিজেই ৷
হঠাৎ কেন তিনি নিজাম প্যালেসে হাজির হলেন ? সে বিষয়ে দোলা সেন জানালেন, কেন্দ্রীয় সরকার পরিচালিত বেশকিছু সংস্থায় বিশেষ করে কাশীপুর গান ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শ্রমিকরা বেতন পাচ্ছেন না । কাজেই শ্রম দফতরের অফিসে আজ একটি বৈঠক ছিল । সেই বৈঠক করতেই সেখানে উপস্থিত হয়েছেন তিনি । তবে এ দিন কাকতালীয় ভাবে কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই । ফলে সে বিষয়ে দোলা সেনের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি সরাসরি উত্তর এড়িয়ে যান ।