কলকাতা, 16 মার্চ: লেক গার্ডেন্স স্টেশনের কাছে গড়ে উঠেছে দোলা ও রাহুল বন্দ্যোপাধ্যায়ের আর্চারি অ্যাকাডেমি। নিজেদের খেলোয়াড় জীবনে দেশকে একাধিক পদক উপহার দেওয়ার পর বাংলার দুই আন্তর্জাতিক তিরন্দাজ এবার নতুন প্রতিভার সন্ধানে।
লেক গার্ডেন্সে তৈরি হচ্ছে দোলা বন্দ্যোপাধ্যায়ের আর্চারি অ্যাকাডেমি - Dola Bandyopadhyay
তিরন্দাজ প্রতিভা অন্বেষণে দুই তারকা ক্রীড়া ব্যক্তিত্বের ব্যক্তিগত উদ্যোগ এই অ্যাকাডেমি।
রবীন্দ্র সরোবর লেকের যে রাস্তাটা লেক গার্ডেন্স স্টেশনের দিকে গিয়েছে তার শেষ প্রান্তে পৌঁছে ডানদিকে একটা ছোটো গেট। এটাই দোলা বন্দ্যোপাধ্যায়ের আর্চারি আকাডেমির প্রবেশ পথ৷ গাছগাছালি আর লেকের জলের ধারে একখণ্ড জমিতে গোটা 15 শিক্ষার্থী ধনুক এবং তির নিয়ে লক্ষ্যভেদে বুঁদ হয়ে রয়েছে ৷ প্রায় একবছর আগে কলকাতা পৌরনিগম অ্যাকাডেমির জন্য এই জমি বার্ষিক ভাড়ার বিনিময়ে দোলা ও রাহুল বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিল। সেই অ্যাকাডেমির কাজ শুরু হয়ে গেল শেষ পর্য়ন্ত। সপ্তাহের সাতদিনই তিরন্দাজি অ্যাকাডেমি দরজা খোলা। নিজের হাজারো ব্যস্ততার মধ্যেও নিয়ম করে যেখানে শিক্ষার্থীদের তিরন্দাজ হওয়ার পাঠ দিচ্ছেন দোলা বন্দ্যোপাধ্যায়।
যদিও আর্চারি ক্লাব কলকাতায় নতুন নয়। তবে, বরানগর, চিড়িয়ামোড়ে ক্যালকাটা আর্চারি ক্লাব থাকলেও দক্ষিণ কলকাতায় এরকম কোনও ক্লাব ছিল না। অনেক আগে হেস্টিংসে একটি আর্চারি ক্লাব শুরু হলেও তার যাত্রা দীর্ঘ হয়নি। ফলে, দক্ষিণ কলকাতায় আর্চারি ক্লাবের চাহিদা ছিলই। সেকথা মাথায় রেখেই ঝাড়খণ্ডে সে রাজ্য সরকারের অ্যাকাডেমির পাশাপাশি বাংলা থেকে তিরন্দাজ প্রতিভা অন্বেষণে দুই তারকা ক্রীড়া ব্যক্তিত্বের ব্যক্তিগত উদ্যোগে এই অ্যাকাডেমি। দোলা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বল্প সামর্থের মধ্যে নতুন চ্যাম্পিয়ন তৈরির লক্ষ্যে এই পরিকল্পনা।"