পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পি কে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় চিকিৎসকরা - Doctors worried about P K Banerjee's health condition

শুক্রবার সন্ধ্যার পরে আচমকাই প্রবীণ ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ৷ তবে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা ।

P K Banerjee
পিকে বন্দ্যোপাধ্যায় ফাইল ছবি

By

Published : Mar 7, 2020, 2:02 AM IST

কলকাতা, 7 মার্চ : প্রখ্যাত ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংক্রান্ত কয়েকটি বিষয় ভাবাচ্ছে চিকিৎসকদের । এর মধ্যে রয়েছে তাঁর ফুসফুস সংক্রান্ত সমস্যা । শুক্রবার সন্ধ্যার পরে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ৷ তবে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা ।

8 ফেব্রুয়ারি থেকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ এই ফুটবলার ৷ চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়ার কারণে শ্বাসকষ্ট জনিত সমস্যার পাশাপাশি পারকিনসন্স, ডিমেনশিয়া এবং হার্টের সমস্যায় আক্রান্ত তিনি । চিকিৎসকদের একটি দলের অধীনে তাঁর চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে । সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয় । শুক্রবার সন্ধ্যার আগে বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়েছিল, পি কে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন না হওয়ার জেরে এদিন হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি । এ দিকে সন্ধ্যার পরে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । তবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানান চিকিৎসকরা ৷

চিকিৎসক কুণাল সরকার শুক্রবার রাতে জানিয়েছেন, "ফুসফুসের সমস্যার কারণে এই ফুটবলারকে ভেন্টিলেশনে দিতে হয়েছে । এই সমস্যা এখনও রয়ে গিয়েছে ।" ভেন্টিলেশনে দেওয়ার পরে চিকিৎসকরা অনেক সময় ভাবেন, দুই-একদিনের মধ্যেই ভেন্টিলেশনের সাপোর্ট কমানোর জন্য প্রক্রিয়া শুরু করা যাবে । একথা জানিয়ে তিনি আরও বলেন, " স্ক্যান, এক্স-রে রিপোর্ট দেখে আমাদের মনে হচ্ছে এ বিষয়ে আমাদের একটু ধীরে ধীরে এগোতে হবে । ভেন্টিলেশনের সাপোর্ট কমিয়ে দেওয়ার জন্য যে ট্রায়াল সেটা দুই-একদিনের মধ্যে শুরু করা যাবে বলে মনে হচ্ছে না । এটার জন্য সময় লাগবে । "

চিকিৎসক কুণাল সরকার বলেন, " ফুসফুসের সমস্যার কারণে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে‌ । যেমন কখনও কখনও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে হার্ট রেট বেড়ে যায় ৷ এটা কভার করার জন্য সাময়িক পেসমেকার বসানো হয়েছে । কিছু কিছু বিষয় নিয়ে আমরা এখনও চিন্তিত । চিন্তিত তাঁর ফুসফুসের বিষয়টি নিয়ে । ভেন্টিলেশনে ওষুধের মাধ্যমে তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে । চেষ্টা চলছে । আমরা একটু দেখি যদি দুই-একদিন অপেক্ষা করে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়, তখন চিন্তা-ভাবনা করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details