কলকাতা, 9 জানুয়ারি: করোনাকালে ভোট ও অন্যান্য রাজনৈতিক কর্মসূচি বন্ধের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee's comment to stop election) ৷ তাঁর ব্যতিক্রমী ও দায়িত্বশীল মন্তব্যকে স্বাগত জানাচ্ছে চিকিৎসক থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা (doctors welcome Abhishek Banerjee's comment) ৷ ভিন্ন সুর বিরোধীদের ৷
গোটা দেশের পাশাপাশি রাজ্যেও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ ৷ এই অবস্থায় সমস্ত ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ বন্ধের পক্ষে সওয়াল করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের শীর্ষ নেতার বক্তব্যের সঙ্গে একমত চিকিৎসক মহল থেকে রাজনৈতিক বিশ্লেষকরা । বর্তমান পরিস্থিতিতে ভোটের মতো ঝুঁকির কর্মযজ্ঞ না হওয়াই ভাল বলে মনে করছেন তাঁরা । ভোট ও অন্যান্য কর্মসূচি বন্ধ রাখার পক্ষে সওয়াল করে অভিষেক উচিত কাজ করেছেন বলে দাবি চিকিৎসকদের ।
বিশিষ্ট চিকিৎসক পুণ্যব্রত গুণ মনে করছেন, যথার্থই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কথাই তাঁরা আগে থেকে বলে আসছিলেন । বারবার চিকিৎসক সংগঠনগুলির তরফ থেকে মুখ্যমন্ত্রীকে গঙ্গাসাগর মেলা নিয়ে সতর্ক করে চিঠিও দেওয়া হয়েছে । কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনও জবাব আসেনি । ডা. গুণের দাবি, রাজ্যে করোনার বর্তমান বাড়বাড়ন্তের জন্য দায়ী সদ্যসমাপ্ত পৌরভোট আর 25 ডিসেম্বর বা বর্ষশেষে ঠিকমতো করোনা বিধি না মানা । তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও সরকারের কেউ নন । তবে শাসকদলের শীর্ষ নেতা হিসাবে তাঁর বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে । এক্ষেত্রে তাঁর এই ভাবনা সরকারি ভাবনার ক্ষেত্রেও বদল আনে কি না সেটাই এখন দেখার ।’’
আরও পড়ুন:Abhishek Banerjee in Tripura : কংগ্রেসের ঘর ভাঙা লক্ষ্য নয়, ত্রিপুরায় সুর নরম অভিষেকের