পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চিকিৎসকরা স্টেথো ধরতে পারেন, রাস্তায়ও নামতে পারেন, রোগীদের প্রতি বার্তা - চিকিৎসকরা স্টেথো ধরতে পারেন-রাস্তায়ও নামতে পারেন

নন Covid-19 রোগীদের জন্য চিকিৎসা পরিষেবা দিতে চান কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের একাংশ । এই দাবি নিয়ে আন্দোলন শুরু করেছেন চিকিৎসকরা ।

doctors showing protest on road
doctors showing protest on road

By

Published : Jul 3, 2020, 10:50 PM IST

কলকাতা,৩ জুলাই: চিকিৎসকরা শুধুমাত্রCovid-19নয়,ননCovid-19রোগীদেরও চিকিৎসা করতে চান । চিকিৎসাপরিষেবা না পাওয়ার হয়রানি থেকে রোগীদেরকে বাঁচাতে চান । রোগীদের চিকিৎসারঅধিকারের জন্য তাঁরা লড়াই করছেন । এসবের জন্য জুলাই মাসের প্রথম দিন থেকেই তাঁরাপথে বসেছেন । যে চিকিৎসকরা রোগীদের চিকিৎসার অধিকারের জন্য লড়াই করছেন,তাঁদের কাছে গিয়ে রোগীরা বলুন,"পাশে আছিডাক্তারবাবু"। এভাবেই রোগীদের প্রতি বার্তা দিলেন কলকাতা মেডিকেল কলেজ ওহাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা । এই চিকিৎসকদের তরফে জানানো হয়েছে,রোগীদের জন্যই চিকিৎসকরা । তাইরোগীদের প্রতি কর্তব্যবোধের কারণে চিকিৎসকরা যেমন স্টেথো ধরতে পারেন,তেমনই রাস্তায়-ও নামতে পারেন ।

কলকাতামেডিকেল কলেজ ও হাসপাতালকে টারশিয়ারি লেভেলেরCovidহাসপাতাল হিসাবে চালু করেছে রাজ্যেরস্বাস্থ্যদপ্তর । এরফলে এখানে ননCovid19রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা পরিষেবাদেওয়া হচ্ছে না । যাতে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া যায় এবং মেডিকেল পড়ুয়া,জুনিয়র ডাক্তারদের জন্য পঠন-পাঠন,প্রশিক্ষণ শুরু করা হয়,মূলত এই দুই দাবিতে গত বুধবার থেকেকলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল পড়ুয়া,ইন্টার্ন ডক্টর,হাউসস্টাফ,পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররাআন্দোলন শুরু করেছেন । এই দাবিগুলি পূরণের লক্ষ্যে আন্দোলনকে আরও জোরদার করতে,গতকাল বৃহস্পতিবার আন্দোলনরতচিকিৎসকরা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গড়ে তুলেছেন । দাবি পূরণ না হওয়াপর্যন্ত গতকাল,বৃহস্পতিবারথেকেই অনির্দিষ্টকালের জন্য আন্দোলনও শুরু করে দিয়েছেন তারা ।

তবেএই আন্দোলনের ইতিবৃত্তান্ত এক খোলা চিঠির মাধ‍্যমে রোগীদের প্রতি বার্তা দিয়েছেনকলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা । আন্দোলনরত চিকিৎসকদেরতরফে জানানো হয়েছে,এতদিনতাঁরাCOVID-19রোগীদের চিকিৎসায় নিরলস পরিশ্রম দিয়ে গিয়েছেন । এটা তাঁরা করে যাবেন । ভবিষ্যতেযাতেCovid19রোগীদের জন্য আরও ভালো পরিষেবাদেওয়া যায়,তার জন্যতাঁরা চেষ্টা করবেন । কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাইরে থেকে আসা হাজার হাজার রোগী,বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য খরচকরার মতো যাদের সামর্থ্য নেই,সেই সব রোগীর কথা মাথায় রেখে এগোতে চাইছেন ।

ABOUT THE AUTHOR

...view details