কলকাতা, 26 নভেম্বর :বিরল অস্ত্রোপচারে সাফল্য পেলেন কলকাতার এসএসকেএম হাসপাতালের (Rare Surgery in SSKM Hospital) শল্য চিকিৎসকরা ৷ 12 বছরের এক বালকের ফুসফুসে আটকে থাকা একটি প্লাস্টিকের বাঁশি বের করে আনলেন তাঁরা ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বালক ভুল করে বাঁশিটি গিলে ফেলেছিল (doctors remove whistle from lungs) ৷ তারপর সেটি তার ফুসফুসে আটকে যায় ৷ ঘটনাটি ঘটে প্রায় 11 মাস আগে ৷ অবশেষে ওই বালকের শরীর থেকে বাঁশিটি বের করে আনা সম্ভব হল ৷ হাঁফ ছেড়ে বাঁচলেন চিকিৎসকরাও ৷
আরও পড়ুন :সাইটাস ইনভার্সাস বা উলটো অঙ্গের রোগীর শরীরে সফল অস্ত্রোপ্রচার
হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ওই বালকের নাম রেহান লস্কর ৷ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা রেহান চিপস খাওয়ার সময় ভুল করে প্যাকেটের ভিতরে থাকা একটি প্লাস্টিকের বাঁশি গিলে ফেলে ৷ ঘটনাটি ঘটে চলতি বছরের জানুয়ারি মাসে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ‘‘জানুয়ারির ওই ঘটনার পর যখনই ছেলেটি কথা বলার জন্য মুখ খুলত, বাঁশির শব্দ বের হত ! প্রথমে তার অভিভাবকরা বুঝতেই পারেননি, তাঁদের ছেলে কত বড় বিপদের মধ্যে রয়েছে ৷ কিন্তু, ছেলেটি যখন পুকুরে নামে, তখন আর আগের মতো জলের নীচে দম বন্ধ করে থাকতে পারছিল না সে ৷ তাতেই বোঝা যায়, রেহানের ফুসফুসে বড়সড় কোনও সমস্যা হয়েছে ৷ পাশাপাশি, তার নিয়মিত বুকে ব্যথা ও শ্বাসকষ্টও শুরু হয় ৷’’