পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Human Blood Price: রক্তের দাম বাড়াল কেন্দ্র, প্রয়োজনীয়তা বুঝেই পদক্ষেপ বলে মত চিকিৎসকদের - কলকাতার খবর

প্রতি ইউনিট রক্তের দাম (Human Blood Price) বাড়ানোর কথা ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷ এই বিষয়ে কী বলছে চিকিৎসক মহল? উত্তর খুঁজল ইটিভি ভারত ৷

doctors reaction on Human Blood Price hike by Ministry of Health and Family Welfare
Human Blood Price: রক্তের দাম বাড়াল কেন্দ্র, প্রয়োজনীয়তা বুঝেই পদক্ষেপ বলে মত চিকিৎসকদের

By

Published : Jun 16, 2022, 8:32 PM IST

কলকাতা, 16 জুন:রক্তের দাম (Human Blood Price) বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ গত 14 জুন এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷ মন্ত্রকের পক্ষ থেকে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ড. অনিল কুমার সেই নির্দেশিকায় জানান, মানবদেহ থেকে রক্ত সংগ্রহের পর সেই রক্ত অন্যের শরীরে ঢোকানোর আগে পর্যন্ত বেশ কিছু নিয়মাবলী মানতে হয় ৷ সেই সংক্রান্ত খরচ (Processing Fee) সামাল দিতেই সরকারি ও বেসরকারি ব্লাড ব্য়াংকগুলিতে প্রতি ইউনিট রক্তের দাম যথাক্রমে 50 টাকা এবং 100 টাকা করে বাড়ানো হয়েছে ৷ এতে কিছু মানুষের সমস্যা হলেও কেন্দ্রের এই পদক্ষেপকে সদর্থক হিসাবেই দেখছেন চিকিৎসকরা ৷

এত দিন 'ডোনার কার্ড' থাকলে 1 হাজার 50 টাকায় সরকারি ব্লাড ব্যাংক থেকে প্রতি ইউনিট রক্ত কেনা যেত ৷ এবার এর জন্য 1 হাজার 100 টাকা দিতে হবে ৷ 'ডোনার কার্ড' যাঁদের নেই, তাঁরা বেসরকারি ব্লাড ব্য়াংক থেকে 1 হাজার 450 টাকায় এক ইউনিট রক্ত পেতেন ৷ এবার তাঁদের খরচ করতে হবে 1 হাজার 550 টাকা ৷ তবে রক্তের দাম বাড়লেও প্লাজমা ও প্লেটরেটের দামে কোনও হেরফের হয়নি ৷

আরও পড়ুন:Corona Update in Bengal : 2 শতাংশের উপরেই রাজ্যে করোনা সংক্রমণের হার, আক্রান্ত আরও 198

চিকিৎসক মহল কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ বিষয়টি নিয়ে চিকিৎসক সুমন পোদ্দারের মুখোমুখি হয়েছিল ইটিভি ভারত ৷ আমাদের প্রশ্ন ছিল, প্রতি ইউনিট রক্তের 50 বা 100 টাকা দামবৃদ্ধিতে আমজনতার কি সমস্যা হবে? জবাবে ড. পোদ্দার বলেন, একেবারে নিম্নবিত্ত কিছু মানুষের সমস্যা হলেও অধিকাংশ মানুষই এই দামে রক্ত কিনতে পারবেন ৷ রক্ত সংগ্রহ থেকে তা পুনরায় ব্যবহার করা পর্যন্ত সময়ের মধ্যে বেশ কিছু প্রক্রিয়া পালন করতে হয় ৷ সেই ব্যবস্থাপনা যথেষ্ট ব্যয়বহুল ৷ তুলনায় রক্তের দাম সর্বদাই মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হয় ৷ কিন্তু, কোনওভাবেই পরিকাঠামোর সঙ্গে আপোস করা সম্ভব নয় ৷ তাই কেন্দ্রের এই পদক্ষেপ ইতিবাচক ও স্বাভাবিক বলেই মনে করছেন ড. পোদ্দার ৷

এই বিষয়ে রাজ্যের কী মত? তা জানতে চেয়ে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীরও মুখোমুখি হয়েছিলাম আমরা ৷ কিন্তু, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তাঁর বক্তব্য, দামবৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ৷ তাই তাঁর পক্ষে এ নিয়ে কোনও মতামত পেশ করা সম্ভব নয় ৷

ABOUT THE AUTHOR

...view details