পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

JEE-NEET স্থগিত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি চিকিৎসক সংগঠনের - প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিকিৎসকদের চিঠি

কোরোনা আবহে JEE-NEET পরীক্ষা হলে পরীক্ষার্থী এবং অভিভাবকদের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে । সেই কারণে পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাল রাজ্যের সরকারি চিকিৎসকদের এক সংগঠন ৷

letter to physicians to pm
চিকিৎসকদের চিঠি প্রধানমন্ত্রীকে

By

Published : Sep 1, 2020, 8:00 AM IST

কলকাতা, 31 অগাস্ট: কোরোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে তার মধ্যে JEE-NEET হলে পরীক্ষার্থী এবং অভিভাবকদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাবে। এই ধরনের পরিস্থিতিতে JEE-NEET আপাতত স্থগিত রাখতে অবিলম্বে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল রাজ‍্যের সরকারি চিকিৎসকদের একাংশ।

রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে আপাতত JEE-NEET স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। চিঠিতে সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে লেখা হয়েছে, দেশজুড়ে যেভাবে কোরোনার সংক্রমণ বেড়ে চলেছে তার মধ্যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী JEE-NEET অনুষ্ঠিত হলে পরীক্ষার্থী এবং অভিভাবকদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যায়।

সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে আরও বলা হয়েছে, ট্রান্সপোর্ট সিস্টেম এখনও প্যারালাইজ়ড হয়ে আছে । এই অবস্থায় পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়বেন পরীক্ষার্থীরা । এই বিষয়টিও যথেষ্ট চিন্তার । পরীক্ষার সময় গ্লাভস ব্যবহার করতে হবে পরীক্ষার্থীদের । এর প্রভাব পরীক্ষার্থীদের উপরও পড়বে । এই ধরনের পরিস্থিতিতে আপাতত JEE-NEET স্থগিত রাখার আর্জি জানিয়ে এই বিষয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সরকারি চিকিৎসকদের এই সংগঠন।

সরকারি চিকিৎসকদের এই সংগঠন মনে করছে, কোরোনা পরিস্থিতির উন্নতি হলে JEE-NEET অনুষ্ঠিত হওয়া উচিত । তা হলে পরীক্ষার্থীরাও তখন আতঙ্ক এবং উদ্বেগমুক্ত হয়ে পরীক্ষায় তাঁদের সেরাটা দিতে পারবেন।

ABOUT THE AUTHOR

...view details