পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজনীতি করছে BJP, পদবি দেখে চিকিৎসা হচ্ছে : মুখ্যমন্ত্রী - srtike

BJP-র উস্কানিতে হাসপাতালে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হচ্ছে । চিকিৎসকরা পদবি দেখে দেখে চিকিৎসা করছেন । SSKM-এ গিয়ে এভাবেই BJP-র বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 13, 2019, 1:45 PM IST


কলকাতা, 13 জুন : BJP-র উস্কানিতে হাসপাতালে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হচ্ছে । চিকিৎসকরা পদবি দেখে দেখে চিকিৎসা করছেন । SSKM-এ গিয়ে এভাবেই BJP-র বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যে যখন স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, তখনই আসরে নামলেন মুখ্যমন্ত্রী । দ্রুত চিকিৎসকরা কাজে যোগ না দিলে চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী । কিন্তু, মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারিতে নিজেদের অবস্থান থেকে সরবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন ডাক্তাররা । মমতা যখন SSKM-এ গিয়ে ডাক্তারদের আন্দোলন তোলার নির্দেশ দিচ্ছেন, তখনই NRS-এর আন্দোলনকারী ডাক্তারদের দাবি, "আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে । আর দাবি মানা হলে দ্রুত কাজে দেব আমরা ।"

আজ, SSKM-এ মুখ্যমন্ত্রী গিয়ে অভিযোগ করেন, বহিরাগতরা এই আন্দোলন চালাচ্ছে । BJP-র মদতে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করা হচ্ছে হাসপাতালে । BJP-র পাশাপাশি CPI(M)-এর দিকেও হাসপাতালে রাজনীতি করার অভিযোগ তুলেছেন মমতা । তাঁর কথায়, "চিকিৎসা একটি জরুরি পরিষেবা । এমন জরুরি পরিষেবাকে স্তব্ধ করে দেওয়ার অধিকার কারোর নেই । সন্ত্রাসের চিতা জালাচ্ছেন কিছু লোক । চারদিন ধরে অনেক কিছু সহ্য করেছি । আর নয় ।"

জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় রাজ্য সরকার যে কড়া পদক্ষেপ করেছে তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশপাশি সেদিনের ঘটনায় উভয় পক্ষের ভূমিকা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি । মমতার কথায়, "একজন ডাক্তার তৈরি করতে রাজ্য সরকারের 25 লাখ টাকা খরচা হয় । দু'বছরের বন্ড থাকে তা শেষ হলেই অন্যত্র চলে যান তাঁরা । সরকারি হাসপাতালে পরিষেবা দেন না । এতদিন আমরা বিষয়টি মেনে নিয়েছি ।"

এদিন হাসপাতালে এসে আহত রোগীদের চিকিৎসা হচ্ছে না দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা । এক আহত রোগীকে এক নার্সিংহোমে ভরতির ব্যবস্থা করে দিয়েছেন বলেও জানান তিনি । তাঁর নির্দেশ মতো আন্দোলনরত চিকিৎসকরা কাজে যোগ না দিলে প্রয়োজনে 'এসমা' প্রয়োগ করা হবে বলেও মন্তব্য করেন তিনি । তবে, মমতার এই হুঁশিয়ারির পরও নিজেদের দাবিতে অনড় চিকিৎসকরা । NRS থেকে আন্দোলনরত চিকিৎসকদের পালটা হুংকার, "লাঠি চলুক, গুলি চলুক আন্দোলন চলবে । আগে মুখ্যমন্ত্রীকে এখানে আসতে হবে । আমাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে হবে তারপরই আন্দোলন প্রত্যাহার করব আমরা ।" NRS -এ আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক বলেন, "2018 সাল থেকে 264 বারের বেশি হামলা হয়েছে আমাদের উপর। এর আগেও একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী । কিন্তু তা বাস্তবে পরিণত হয়নি । আমরা চাই আমাদের নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত হোক ।"

মুখ্যমন্ত্রী SSKM-এ কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার পর বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালে নতুন করে বিক্ষোভ দানা বাধতে শুরু করে । যেভাবে মমতা জোর করে আন্দোলন তোলার নির্দেশ দিয়েছেন তা মানতে চাননি অনেকেই । পরিস্থিতি যা তাতে রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তাররা দুই মেরুতে অবস্থান করছেন । আর যাতে ক্রমেই ভেঙে পড়ছে রাজ্যের চিকিৎসা পরিষেবা ।

ABOUT THE AUTHOR

...view details