পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সপ্তাহে 2-3 দিন ছুটি, রাতে 6-7 ঘণ্টা কাজ ; ডাক্তার-নার্সদের জন্য নয়া নির্দেশিকা - কোভিড 19

করোনা আবহে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজের সময় নির্দিষ্ট করে দিল স্বাস্থ্য দফতর ৷ নয়া নির্দেশিকায় তাঁদের সপ্তাহে 2-3 দিন ছুটি দিতে বলা হয়েছে ৷

Doctors and nurses duty time changed in health department new guideline amid covid situation
সপ্তাহে 2-3 দিন ছুটি, রাতে 6-7 ঘণ্টা কাজ ; ডাক্তার-নার্সদের জন্য নয়া নির্দেশিকা

By

Published : Jun 1, 2021, 4:49 PM IST

কলকাতা, 1 জুন : করোনা আবহে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজের সময় নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর । সপ্তাহে দু থেকে তিন দিন ছুটি দেওয়ার কথাও বলা হয়েছে এই নির্দেশিকায় ৷

গত দেড় বছর ধরে টানা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে দেশজুড়ে । এই অবস্থায় ফ্রন্টলাইন করোনা যোদ্ধা হিসেবে কাজ করছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা । সংকটের পরিস্থিতিতে কাজের চাপ অনেক বেড়ে যাওয়ায়, বহুক্ষেত্রে তাঁরা পরিবার এবং পরিজনকে সময় দিতে পারছেন না । দীর্ঘ সময় ধরে ডিউটি করতে গিয়ে অনেক সময়েই তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন । এই অবস্থার কথা মাথায় রেখেই বিগত কয়েক মাসে ধাপে ধাপে প্রচুর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করেছে রাজ্য সরকার । এ বার বিভিন্ন হাসপাতালে তাঁদের ডিউটির সময় বদল করা হল ।

আরও পড়ুন:দেশে প্রথম বঙ্গতনয়ার নামে রেলস্টেশন, কে এই বেলা বসু ?

স্বাস্থ্য দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দিনের বেলায় আট ঘণ্টার বেশি কাজ করানো যাবে না । এখানেই শেষ নয়, রাতের বেলায় তাঁদের ডিউটি আওয়ার 6-7 ঘন্টা করতে বলা হয়েছে । এই মুহূর্তে হাসপাতালগুলিতে পর্যাপ্ত কর্মী, নার্স ও চিকিৎসক থাকায় তাঁদের সপ্তাহে 2-3 দিন করে ছুটি দিতে হবে বলেও নির্দেশিকায় জানিয়েছে স্বাস্থ্য দফতর ।

ABOUT THE AUTHOR

...view details