পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"NMC-র ভাবনা ভালো, বিষয়বস্তু বিপজ্জনক" ; আন্দোলনে ডাক্তাররা - NMC-র ভাবনা ভালো, বিষয়বস্তু বিপজ্জনক

আগামী দিনে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা গুরুতর অবস্থায় পৌঁছে যাবে । এমনই আশঙ্কার কথা জানিয়ে NMC বিরোধী আন্দোলনে এবার আমজনতাকে পাশে চাইলেন জুনিয়র ডাক্তাররা ।

আন্দোলনে ডাক্তাররা

By

Published : Aug 11, 2019, 10:43 AM IST

Updated : Aug 11, 2019, 5:41 PM IST

কলকাতা, 11 অগাস্ট : NMC (ন্যাশনাল মেডিকেল কমিশন)-র "আইডিয়াটা নোবেল" কিন্তু, "কনটেন্টস ডেঞ্জারাস" । আমজনতাকে "গিনিপিগ" করা হয়েছে এখানে । এর মাধ্যমে আগামী দিনে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা গুরুতর অবস্থায় পৌঁছে যাবে । এমনই আশঙ্কার কথা জানিয়ে NMC বিরোধী আন্দোলনে এবার আমজনতাকে পাশে চাইলেন জুনিয়র ডাক্তাররা । এর জন‍্য, NMC কী, কেন হচ্ছে, এই বিষয়ে কেন আমজনতাকে ভাবনা চিন্তা করতে হবে, এমন বিভিন্ন বিষয়ে আমজনতাকে বোঝাবেন জুনিয়র ডাক্তাররা । রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি রোগীদের লিফলেট দিয়ে এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে যেমন তাঁরা বোঝাবেন । তেমনই, হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে যেখানে যেখানে সাধারণ মানুষকে পাবেন, সেখানে সেখানে তাদের এভাবে লিফলেট দিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে জুনিয়র ডাক্তাররা বোঝাবেন । যতদিন না NMC বাতিল হচ্ছে ততদিন এভাবে সাধারণ মানুষকে বোঝানোর প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে ।

NMC-র প্রতিবাদে গতকাল বিকালে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একটি মিছিল করেন জুনিয়র ডাক্তাররা । বৃষ্টির মধ্যে মিছিলটি মৌলালি, মল্লিক বাজার, পার্ক সার্কাস সেভেন পয়েন্টস হয়ে ফের পৌঁছায় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে । মিছিল শেষে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়, শুধুমাত্র তাঁরা নন । সর্বভারতীয় স্তরে বিভিন্ন মেডিকেল কলেজও এই বিলকে ধিক্কার জানাচ্ছে । এক জুনিয়র ডাক্তার বলেন, "আমরা বলব না পুরো NMC বিষয়টা খারাপ । NMC-তে যে বিষয়গুলি লেখা রয়েছে, সেই বিষয়গুলি অর্থাৎ, কন্টেন্টস ডেঞ্জারাস । তবে, আইডিয়াটা নোবেল ।" একই সঙ্গে এই জুনিয়র ডাক্তারের প্রশ্ন, "এই বিলে যে কথাগুলি বলা হয়েছে, সেগুলি 100 শতাংশ ক্ষেত্রে বাস্তবায়িত করা সম্ভব?"

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্প্রতি কর্মবিরতিতে অংশ নিয়েছিলেন জুনিয়র ডাক্তার । তাঁদের সমর্থনে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি শুরু করেন সে সব স্থানের জুনিয়র ডাক্তাররা । গোটা রাজ্যের এই জুনিয়র ডাক্তারদের তরফেই গতকাল এই মিছিলের আয়োজন করা হয়‌ । তাঁদের তরফে বলা হয়, "মেডিকেল এডুকেশন, হেলথকেয়ার সিস্টেমে সব ক্ষেত্রে পরিষ্কারভাবে বেসরকারিকরণের কথা বলছে এই বিল ।"

এই বিল কোয়াক ডাক্তারদের বিরুদ্ধে । তবে, একই সঙ্গে কমিউনিটি হেলথ প্রোভাইডার, যাঁরা MBBS নন তাঁদের দিয়ে মর্ডান মেডিসিনের চিকিৎসা করানোর কথা বলছে এই বিল । এ কথা জানিয়ে এক জুনিয়র ডাক্তার বলেন, "ডাক্তার হিসাবে শুধুমাত্র নয়, দেশের একজন নাগরিক হিসেবে সবার কাছে এই বার্তাটি আমরা তুলে ধরতে চাইছি যে, NMC কী । এর প্রভাব কাল দেখা যাবে না, হয়ত পাঁচ বছর পরে দেখতে পাবেন, হয়ত দশ বছর পরে দেখতে পাবেন । স্বাস্থ্যব্যবস্থা তখন হয়ত গুরুতর অবস্থায় পৌঁছে যাবে ।"

NMC-র বিভিন্ন ক্লজ়ের ব্যাখ্যা দিয়ে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় কেন এই বিলটি বিপজ্জনক । তাঁদের তরফে বলা হয়, "সব থেকে বেশি বিপজ্জনক বিষয় কমিউনিটি হেলথ প্রোভাইডার । এই বিলে বলা হয়নি কারা হবেন কমিউনিটি হেলথ প্রোভাইডার হবেন । কী ভাবে তাঁদের নিয়োগ করা হবে । মিড লেভেল বলতে কী বলা হচ্ছে । কমিউনিটি হেলথ প্রোভাইডারদের লিমিটেড লাইসেন্সের বিষয়ে বিভ্রান্তি রয়েছে । এটা ইচ্ছাকৃত ভাবে তৈরি করা হয়েছে ।"

ক্লজ় 32-এর এই বিষয়টি সব থেকে বেশি বিপজ্জনক । এই কথার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়, "যদি কোনও কমিউনিটি হেলথ প্রোভাইডারের হাতে চিকিৎসায় অবহেলার কোনও ঘটনা হয়, কোনও রোগীর মৃত্যু হয়, তা হলে তার দায়িত্ব কে নেবেন?" MBBS-এর কোর্স শেষে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে । জুনিয়র ডাক্তাররা বলেন, "একটা কেন, দশটা পরীক্ষা আমরা দিতে পারি‌ । তবে পরীক্ষার প্যাটার্নের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি ।" ইমপ্লিমেন্টেশনের অন্তত তিন বছর আগে এই বিষয়ে স্পষ্ট করার কথা বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে ।

মেডিকেল সায়েন্স 2+2=4 নয় । এই কথা জানিয়ে জুনিয়র ডাক্তাররা বলেন, "ডাক্তাররা নিজেদের জন্য চিন্তা করেন না । সাধারণ মানুষ এখানে গিনিপিগে পরিণত হয়েছে । এখানেই আমাদের আশঙ্কা । আমজনতাকে নিয়ে কেন পরীক্ষা-নিরীক্ষা হবে?" একই সঙ্গে বলা হয়, "কমিউনিটি হেলথ প্রোভাইডারদের দিয়ে কেন চিকিৎসা করানো হবে, যার কোয়ালিফিকেশন নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে?" তাঁদের তরফে বলা হয়, "NMC-র জন্য চিকিৎসার গুণগত মানের অবনতি হবে । গণতান্ত্রিক দেশে ক্লাস ডিভিশন করা হচ্ছে যে, গ্রামের জন্য ট্রেইন্ড কোয়াক্স এবং শহরের জন্য MBBS ডাক্তার । এই বিষয়ে আমাদের জনসাধারণ হয়ত সরকারকে ক্ষমা করবে না ।" সাধারণ মানুষ NMC-র বিষয়ে কতটা ওয়াকিবহাল, এই প্রসঙ্গ উত্থাপন করে জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়, "দেশের নাগরিক হিসাবে আমরা চিন্তিত । সবাইকে আহ্বান জানাচ্ছি, এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে বিবেচনা করুন । সাধারণ মানুষের জন্য আমরা হাত খুলে রেখেছি, আমরা তাঁদের পাশে চাই ।"


গতকালকের মিছিলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিলি করা হয়েছে । এ কথা জানিয়ে বলা হয়, "এই কালা আইন সরকার তুলে নিতে বাধ্য হবে, এটা আমাদের বিশ্বাস ।" একইসঙ্গে বলা হয়, "এই আন্দোলন শুধুমাত্র আর ডাক্তারদের মধ‍্যে নেই । সাধারণ মানুষের সমর্থন লাগবে ।" এই জন্য নিজেদের মধ্যে তাঁরা আলোচনা করছেন । ভারতে বিভিন্ন সংগঠন রয়েছে । এ সব সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে । সরকার যাতে বিবেচনা করতে বাধ্য হয়, তার জন্য কোনও পদক্ষেপ নেওয়া হলে, যৌথভাবে নেওয়া হবে । এই কথা জানিয়ে জুনিয়র ডাক্তাররা এদিন বলেন, "শুধু লিফলেট নয়, বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা চলবে । শুধুমাত্র আউটডোর নয় । হাসপাতাল চত্বরের মধ্যে যেখানে যেখানে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হবে, সেখানে সেখানে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা আমরা করব‌। যতদিন না NMC ফিরিয়ে নিতে সরকার বাধ্য হয়, ততদিন চলবে ।"

Last Updated : Aug 11, 2019, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details