কলকাতা, 22 ফেব্রুয়ারি: ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ ৷ সোমবার বিধাননগরের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের অভিযোগ, নির্দিষ্ট পদে ডিএলএড প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ অথচ নিয়োগ করা হয় বিএড প্রার্থীদের ৷ এই ঘটনায় অস্বচ্ছতার অভিযোগ তোলেন ডিএলএড প্রার্থীরা ৷ প্রতিবাদে এদিন নিজেদের ডিএলএড শংসাপত্রও পুড়িয়ে দেন তাঁরা ৷
সোমবার সকাল থেকে প্রায় শতাধিক ডিএলএড প্রার্থী সল্টলেক এপিসি ভবনের সামনে বিক্ষোভ দেখান ৷ তাঁদের দাবি, সমস্ত বঞ্চিত, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থীদের অবিলম্বে সরাসরি নিয়োগ করতে হবে। না হলে তাঁদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পেরিয়ে যাবে ৷ তারপর আর তাঁদের পক্ষে চাকরিতে ঢোকার কোনও অবকাশই থাকবে না ৷