পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা রোগীদের জন্য বিপজ্জনক আতসবাজি, মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসকদের সংগঠনের

WBDF তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়েছে, আতসবাজির উৎসব দীপাবলি । এদিকে শ্বাসনালী সংক্রান্ত রোগ কোরোনা । এই অবস্থায় এবছর দীপাবলিতে আতসবাজি পোড়ানো হলে, কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করতে পারে । অতএব, এবছর আতসবাজি পোড়ানো থেকে মানুষকে যাতে বিরত রাখা যায়, মুখ্যমন্ত্রী তেমন কঠোর পদক্ষেপ নিন ।

diwali-fireworks-would-be-terrible-on-corona-situation
diwali-fireworks-would-be-terrible-on-corona-situation

By

Published : Oct 30, 2020, 9:55 PM IST

কলকাতা, 31 অক্টোবর: শ্বাসনালী সংক্রান্ত রোগ কোরোনা । এমনিতেই কোরোনা পরিস্থিতি ভয়ংকর হয়ে রয়েছে । এই অবস্থায় এবছর দীপাবলিতে আতসবাজি পোড়ানো হলে তার জেরে বিষয়টি আরও বেশি ভয়ংকর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে । এই অবস্থায় এবার দীপাবলিতে আতসবাজি যাতে পোড়ানো না হয় তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF) ।

রাজ‍্যের সরকারি ও বেসরকারি চিকিৎসকদের সংগঠন WBDF-এর তরফে জানানো হয়েছে, কোরোনা সংক্রমণ যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে, এই রোগ যাতে নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলির কাছে আবারও অনুরোধ করা হচ্ছে । মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে চিকিৎসকদের সংগঠনের তরফে বলা হয়েছে, আতসবাজির উৎসব দীপাবলি । এদিকে শ্বাসনালী সংক্রান্ত রোগ কোরোনা । এই অবস্থায় এবছর দীপাবলিতে আতসবাজি পোড়ানো হলে, তার জেরে কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করতে পারে । এই ধরনের সম্ভাব্য পরিস্থিতি যাতে এড়ানো যায়, তার জন্য এবছর আতসবাজি পোড়ানো থেকে মানুষকে যাতে বিরত রাখা যায়, মুখ্যমন্ত্রী তেমন কঠোর পদক্ষেপ নিন । চিঠিতে WBDF-এর আহ্বায়ক, চিকিৎসক পুণ‍্যব্রত গুণ এবং সংগঠনের অন্যতম যুগ্ম সম্পাদক, চিকিৎসক রাজীব পাণ্ডে যৌথ বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কোরোনায় আক্রান্ত হয়ে 64 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে । এদিকে, গত কয়েকদিন রাজ‍্যে নতুন আক্রান্ত এবং টেস্টের সংখ্যা স্থির অবস্থায় রয়েছে । যদিও, কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া এবং হুগলি, এমন পাঁচটি জেলার পরিস্থিতি উদ্বেগজনক । যতটা আশা করা হয়েছিল, সেই তুলনায় সাধারণ মানুষের মধ্যে কোভিড প্রতিরোধে সচেতনতা কম দেখা যাচ্ছে । দুর্গাপুজোর সময় বহু মানুষকে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করতে দেখা গিয়েছে । দীপাবলিসহ এরপর আরও কয়েকটি উৎসব রয়েছে । এই উৎসবগুলিতে যদি সংক্রমণ প্রতিরোধে নিয়ম মানা না হয় এবং জনসমাগম হয়, তা হলে এ রাজ‍্যে কোরোনা পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে । চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে যেভাবে রাজনৈতিক জমায়েত হচ্ছে, এই বিষয়টিও উদ্বেগের ।

চিকিৎসক পুণ‍্যব্রত গুণ এবং চিকিৎসক রাজীব পাণ্ডে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে যৌথভাবে বলেছেন, "আমাদের বোঝা প্রয়োজন, সব কিছু ঠিক নেই ।" চিঠিতে উল্লেখ করা হয়েছে, "শীতকাল আসন্ন । এর জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে । ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যে নতুন করে সংক্রমণের ঢেউ শুরু হয়েছে ৷ যা আগের তুলনায় বেশি মারাত্মক ।" চিঠিতে চিকিৎসক পুণ‍্যব্রত গুণ এবং চিকিৎসক রাজীব পাণ্ডে বলেছেন, "COVID-19-এর সংক্রমণ থেকে দূরে থাকার জন্য অন‍্যতম উপায় হল সংক্রমিতদের চিহ্নিতকরণ, আরও বেশি টেস্ট এবং সংক্রমিতদের আইসোলেশনে রাখার ব‍্যবস্থা করা । এর পাশাপাশি, কোরোনা প্রতিরোধের জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাও প্রয়োজন । স্বাস্থ্যবিধি মেনে না চললে জরিমানার ব‍্যবস্থা করা প্রয়োজন ।"

চিকিৎসক পুণ‍্যব্রত গুণ এবং চিকিৎসক রাজীব পাণ্ডে যৌথভাবে মুখ্যমন্ত্রীকে পাঠানো এই চিঠিতে বলেছেন, "হেলথকেয়ার ওয়ার্কাররা প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের ধৈর্য্য এবং ক্ষমতার সর্বাধিক ব‍্যবহার করে লড়াই করছেন । আমাদের পদক্ষেপগুলি সঠিকভাবে নেওয়া প্রয়োজন । কোরোনার বিরুদ্ধে যথাযথ লড়াইয়ের জন্য বাস্তব পরিস্থিতি বুঝে বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের এগোতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details