পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Group D Recruitment Case : এসএসসি দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ - Division Bench of Justice Harish Tandon will Not Hear SSC Case on CBI Enquiry

এসএসিসি দুর্নীতির সব মামলার শুনানি থেকে সরে দাঁড়াল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ (Division Bench of Justice Harish Tandon will Not Hear SSC Case on CBI Enquiry) ৷ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডন ৷

SSC Group D Recruitment Case
SSC Group D Recruitment Case

By

Published : Apr 4, 2022, 12:34 PM IST

Updated : Apr 4, 2022, 1:07 PM IST

কলকাতা, 4 এপ্রিল : স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের বিরুদ্ধে হওয়া মামলাগুলি থেকে সরে দাঁড়ানোর কথা জানাল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ (Division Bench of Justice Harish Tandon will Not Hear SSC Case on CBI Enquiry) ৷ এমনকি, শান্তিপ্রসাদ সিনহার আবেদন সহ অন্যান্য মামলাগুলি থেকেও সরে দাঁড়িয়েছেন বিচারপতি ট্যান্ডন ৷ ব্যক্তিগত কারণে মামলাগুলি বিচারপতি ট্যান্ডনের বেঞ্চ শুনবে না ৷ ফলে ওই মামলাগুলি কোন বেঞ্চে শুনানি হবে, তা ঠিক করবেন প্রধান বিচারপতি ৷

এ দিন এসএসসি’র নিয়োগের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার আবেদনের শুনানি ছিল ডিভিশন বেঞ্চে ৷ সেই মামলার শুনানির সময়ই বিচারপতি হরিশ ট্যান্ডন সিবিআই তদন্তের বিরুদ্ধে হওয়া আবেদনের শুনানি না করার কথা জানিয়েছেন ৷ এ দিন এসএসসি’র উপদেষ্টা কমিটির বাকি 4 সদস্যও মৌখিকভাবে ডিভিশন বেঞ্চে তাঁদের বক্তব্য শোনার আবেদন করেছিলেন ৷ কিন্তু, তাঁদের মৌখিক আবেদন গ্রহণ করেনি আদালত ৷ ওই 4 জনকে আলাদাভাবে শুনানির জন্য আবেদন করতে বলা হয়েছে ৷ সেই আবেদন মঞ্জুর হলে ডিভিশন বেঞ্চ তাঁদের বক্তব্য শুনবে বলে জানিয়েছেন বিচাররপতিরা ৷

তবে, পরবর্তী সময়ে বিচারপতি হরিশ টন্ডন জানিয়েছেন শান্তিপ্রসাদ সিনহা এবং উপদেষ্টা কমিটির বাকি চার সদস্য়ের আবেদনের শুনানিও তিনি করবেন না ৷ তাঁদের নতুন করে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবেদন করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : SSC Group D Recruitment Case : আজই এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে জেরা করবে সিবিআই, গ্রুপ ডি মামলায় নির্দেশ আদালতের

প্রসঙ্গত, এসএসসির মোট 4টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই চারটি মামলায় সিবিআই নির্দেশের বিরুদ্ধে মোট 10টি আবেদন ডিভিশন বেঞ্চে হয়েছিল ৷ সেই আবেদনগুলির শুনানি বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে হওয়ার কথা ছিল ৷ কিন্তু, সেই 10টি মামলার শুনানি বিচারপতি ট্যান্ডনের বেঞ্চ করবে না বলে আজ জানিয়ে দেওয়া হয়েছে ৷

Last Updated : Apr 4, 2022, 1:07 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details