কলকাতা, 12 অগস্ট: প্রধান শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ (Division Bench Gives Stay Order in CBI Enquire Jalpaiguri Head Mistress Transfer Case) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর এই স্থগিতাদেশ জারি করেছে রবিকিষাণ কাপুরের ডিভিশন বেঞ্চ ৷ প্রসঙ্গত, 5 বছরে একাধিকবার এক শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ মামলার পরবর্তী শুনানি 4 সপ্তাহ পরে ৷
শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রসূন সুন্দর তরফদার শিক্ষিকার ঘনঘন বদলি নিয়ে মামলা করেছিলেন ৷ ওই স্কুলের প্রধান শিক্ষক অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নেন প্রসূন সুন্দর তরফদার ৷ সেই সময়ই সহ-শিক্ষিকা হিসাবে যোগ দেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডল ৷ পরবর্তী সময়ে আলিপুরদুয়ারের বীরপাড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা হয়ে বদলি নিয়ে চলে যান তিনি ৷
কিন্তু, সেখানে কাজে যোগ দেওয়ার এক বছরের মধ্যেই শিলিগুড়ির অমিয় পালচৌধুরী স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে কাজে যোগদানের জন্য শান্তা মণ্ডলের নাম সুপারিশ করা হয় ৷ কিন্তু, তিনি সেই প্রস্তাব মানতে চাননি ৷ বদলে শিক্ষা দফতরে একটি আবেদন করেন বলে অভিযোগ ৷ যেখানে তিনি শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগের আবেদন করেন ৷ আর তাঁর সেই আবেদন মঞ্জুরও হয়ে যায় ৷
আরও পড়ুন:'প্রভাব খাটিয়ে' বারবার বদলি ! প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ
যা শ্রীগুরু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসূন সুন্দর তরফদারের নজরে আসে ৷ এর পরেই তিনি কলকাতা হাইকোর্টে শিক্ষিকা শান্তা মণ্ডলের ঘনঘন বদলি নিয়ে মামলা করেন ৷ সেই মামলার শুনানিতে শিক্ষা দফতরের বদলির আবেদনের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷ তাঁকে পুরনো স্কুলেই যোগ দিতে নির্দেশ দেন এবং সেই সঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডল ৷ তাঁর সেই আবেদনের ভিত্তিতেই সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷