পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jalpaiguri Head Mistress Transfer Case: জলপাইগুড়ির প্রধান শিক্ষিকার বদলিতে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের - প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডলের বদলি সংক্রান্ত মামলা

প্রধান শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ (Division Bench Gives Stay Order in CBI Enquire Jalpaiguri Head Mistress Transfer Case) ৷

Division Bench Gives Stay Order in CBI Enquire Jalpaiguri Head Mistress Transfer Case
Division Bench Gives Stay Order in CBI Enquire Jalpaiguri Head Mistress Transfer Case

By

Published : Aug 12, 2022, 1:22 PM IST

Updated : Aug 12, 2022, 3:55 PM IST

কলকাতা, 12 অগস্ট: প্রধান শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ (Division Bench Gives Stay Order in CBI Enquire Jalpaiguri Head Mistress Transfer Case) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর এই স্থগিতাদেশ জারি করেছে রবিকিষাণ কাপুরের ডিভিশন বেঞ্চ ৷ প্রসঙ্গত, 5 বছরে একাধিকবার এক শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ মামলার পরবর্তী শুনানি 4 সপ্তাহ পরে ৷

শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রসূন সুন্দর তরফদার শিক্ষিকার ঘনঘন বদলি নিয়ে মামলা করেছিলেন ৷ ওই স্কুলের প্রধান শিক্ষক অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নেন প্রসূন সুন্দর তরফদার ৷ সেই সময়ই সহ-শিক্ষিকা হিসাবে যোগ দেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডল ৷ পরবর্তী সময়ে আলিপুরদুয়ারের বীরপাড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা হয়ে বদলি নিয়ে চলে যান তিনি ৷

কিন্তু, সেখানে কাজে যোগ দেওয়ার এক বছরের মধ্যেই শিলিগুড়ির অমিয় পালচৌধুরী স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে কাজে যোগদানের জন্য শান্তা মণ্ডলের নাম সুপারিশ করা হয় ৷ কিন্তু, তিনি সেই প্রস্তাব মানতে চাননি ৷ বদলে শিক্ষা দফতরে একটি আবেদন করেন বলে অভিযোগ ৷ যেখানে তিনি শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগের আবেদন করেন ৷ আর তাঁর সেই আবেদন মঞ্জুরও হয়ে যায় ৷

আরও পড়ুন:'প্রভাব খাটিয়ে' বারবার বদলি ! প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ

যা শ্রীগুরু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসূন সুন্দর তরফদারের নজরে আসে ৷ এর পরেই তিনি কলকাতা হাইকোর্টে শিক্ষিকা শান্তা মণ্ডলের ঘনঘন বদলি নিয়ে মামলা করেন ৷ সেই মামলার শুনানিতে শিক্ষা দফতরের বদলির আবেদনের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷ তাঁকে পুরনো স্কুলেই যোগ দিতে নির্দেশ দেন এবং সেই সঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডল ৷ তাঁর সেই আবেদনের ভিত্তিতেই সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷

Last Updated : Aug 12, 2022, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details