পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bengal BJP Inner Conflict : আলাদা মঞ্চ গড়ে দাবি আদায়ের লড়াইয়ে নামছেন বিজেপির বিক্ষুব্ধরা

বিজেপির একটি সূত্রের দাবি, বিক্ষুব্ধ নেতারা শান্তনু ঠাকুরের নেতৃত্বে আন্দোলন চালাবেন (dissidents of bengal bjp will form platform to raise their voice) ৷ শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায় ও পিআর ঠাকুরের নামে নতুন মঞ্চ তৈরি হবে ৷ কেন্দ্র থেকে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তাঁরা ৷

dissidents of bengal bjp will form platform to raise their voice
Bengal BJP Inner Conflict : আলাদা মঞ্চ গড়ে দাবি আদায়ের লড়াইয়ের সিদ্ধান্ত বিজেপির বিক্ষুব্ধদের

By

Published : Jan 15, 2022, 7:55 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায় ও পিআর ঠাকুরের নামে নতুন মঞ্চ তৈরি করছে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী (dissidents of bengal bjp will form platform to raise their voice) । আজ, শনিবার শান্তনু ঠাকুরের সামনেই এই নতুন মঞ্চ তৈরির খসড়া প্রস্তুত হয় বলে বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে ।

ওই সূত্রের দাবি, বিজেপির মধ্যে থেকেই আলাদা একটি মঞ্চ তৈরির পরিকল্পনা করা হয়েছে । সামনের সপ্তাহে বিজেপির 10 জন সাংসদ ও 30 জন বিধায়ককে নিয়ে বিশেষ বৈঠকের ভাবনা রয়েছে । যদি বিজেপির শীর্ষ নেতৃত্ব শান্তনু ঠাকুর ও বিজেপির বিক্ষুব্ধ নেতাদের প্রস্তাব মেনে না নেয়, তখন নতুন মঞ্চ আত্মপ্রকাশ করবে ।

বিজেপির ওই সূত্রের খবর, প্রথম বৈঠকে আজ বিস্তারিতভাবে সবার বক্তব্য লিপিবদ্ধ করেন শান্তনু ঠাকুর । দিল্লিতে শান্তনু ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকের বক্তব্য নিয়ে দিল্লি যাবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের সঙ্গে দেখা করবে । সমস্ত বক্তব্য লিখিত ভাবে জানানো হবে ।

তাছাড়া আজকের বৈঠকে বিশেষ একটি কোর টিম তৈরি করার বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর । জানা গিয়েছে, সামনের সপ্তাহে আবার বৈঠকে বসবে ওই কোর টিম । শান্তনু ঠাকুরের নেতৃত্বে এই প্রতিনিধিদল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তাদের বক্তব্য জানাবেন ।

ওই সূত্রের দাবি, দলকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে বিক্ষুব্ধদের তরফে । তারপরই পরবর্তী পদক্ষেপ করা হবে ৷ সামনের সপ্তাহে বিক্ষুব্ধ কমিটি দু’টি বৈঠক করবে । একটি হবে কোর টিমের বৈঠক আর দ্বিতীয় বৈঠকে বিজেপির একাধিক সাংসদ ও বিধায়ক উপস্থিত থাকবেন ।

আরও পড়ুন :Shantanu Thakur Demands : 'বিদ্রোহী' নেতাদের নিয়ে বৈঠক শেষে সাধারণ সম্পাদকের অপসারণ দাবি শান্তনু ঠাকুরের

বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "আমি বৈঠকে ছিলাম । আমরা দলবিরোধী কিছু কাজ করছি না । আমাদের কিছু বক্তব্য আছে । সেই বক্তব্যগুলি আমরা শান্তনু ঠাকুরকে জানিয়েছি ৷"

ABOUT THE AUTHOR

...view details