কলকাতা, 15 জানুয়ারি : শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায় ও পিআর ঠাকুরের নামে নতুন মঞ্চ তৈরি করছে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী (dissidents of bengal bjp will form platform to raise their voice) । আজ, শনিবার শান্তনু ঠাকুরের সামনেই এই নতুন মঞ্চ তৈরির খসড়া প্রস্তুত হয় বলে বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে ।
ওই সূত্রের দাবি, বিজেপির মধ্যে থেকেই আলাদা একটি মঞ্চ তৈরির পরিকল্পনা করা হয়েছে । সামনের সপ্তাহে বিজেপির 10 জন সাংসদ ও 30 জন বিধায়ককে নিয়ে বিশেষ বৈঠকের ভাবনা রয়েছে । যদি বিজেপির শীর্ষ নেতৃত্ব শান্তনু ঠাকুর ও বিজেপির বিক্ষুব্ধ নেতাদের প্রস্তাব মেনে না নেয়, তখন নতুন মঞ্চ আত্মপ্রকাশ করবে ।
বিজেপির ওই সূত্রের খবর, প্রথম বৈঠকে আজ বিস্তারিতভাবে সবার বক্তব্য লিপিবদ্ধ করেন শান্তনু ঠাকুর । দিল্লিতে শান্তনু ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকের বক্তব্য নিয়ে দিল্লি যাবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের সঙ্গে দেখা করবে । সমস্ত বক্তব্য লিখিত ভাবে জানানো হবে ।