কলকাতা, 9 জুন: যত কাণ্ড যুবভারতীতে ! বুধবার সন্ধ্যায় এখানে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচের শুরুতে ঘটে অঘটন (disruption during India vs Cambodia Asian Cup qualifier match) ৷ চার মিনিট দেরিতে শুরু হয় কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত । যার ফলে পাঁচ মিনিটে দেরিতে শুরু হল ভারত-কম্বোডিয়া ম্যাচ (India vs Cambodia Match)।
এদিন ম্যাচ শুরুর আগে তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই দলের ফুটবলাররা । প্রথমে বাজে ভারতের জাতীয় সঙ্গীত । কিন্তু তারপর কম্বোডিয়ার জাতীয় সঙ্গীতের শুরুতেই যান্ত্রিক বিভ্রাট । প্রথমে বাজেনি কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত । প্রায় চার মিনিট অপেক্ষা করতে হল এরজন্য । শুরুতেই এই বিভ্রাট ঘটায় ম্যাচের কিক অফ টাইমও পেরিয়ে যায় । তারপর অবশেষে শুরু হয় কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত । গ্যালারি থেকে তখন শোনা যায় 'ইন্ডিয়া, ইন্ডিয়া' ধ্বনি । কিন্তু জাতীয় সঙ্গীত বাজলেও, গান চলাকালীন কম্বোডিয়ার জাতীয় পতাকা দেখানো সম্ভব হয়নি । এই বিভ্রাটের ফলে পাঁচ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ । শুধুই যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে এই বিভ্রাট তা এখনও জানা যায়নি ।