পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বালিগঞ্জে কোরোনা আক্রান্তদের অ্যাপার্টমেন্টকে জীবাণুমুক্ত করার পদক্ষেপ মেয়র পারিষদের

বালিগঞ্জের অ্যাপার্টমেন্টে খোঁজ পাওয়া গেছে 4 কোরোনা আক্রান্তের ৷ তারপর থেকে সেই আবাসন এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ ওই এলাকাকে জীবাণুমুক্ত করতে এগিয়ে তৎপর হয় কলকাতা পৌরনিগম ৷ মেয়র পারিষদ দেবাশিস কুমার নিজে দাঁড়িয়ে থেকে অ্যাপার্টমেন্টটিকে জীবাণুমুক্ত করার কাজ উদ্যোগ নেন ৷

জীবাণুমুক্ত করালেন মেয়র পরিষদ দেবাশিস কুমার
জীবাণুমুক্ত করালেন মেয়র পরিষদ দেবাশিস কুমার

By

Published : Mar 23, 2020, 11:44 PM IST

কলকাতা, 23 মার্চ : দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে পাওয়া গেছিল ৪ জন কোরোনা আক্রান্তের খোঁজ । এবারে COVID 19'র সংক্রমণ রুখতে বালিগঞ্জের ওই অ্যাপার্টমেন্টে নিজে দাঁড়িয়ে থেকে জীবাণুমুক্ত করালেন মেয়র পরিষদ দেবাশিস কুমার । পাশাপাশি অ্যাপার্টমেন্টের বাসিন্দাসহ অন্যদের মাস্ক বিতরণও করলেন তিনি ।

কোরোনা সংক্রমণ রুখতে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত কলকাতায় পাঁচজন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ এর মধ্যে ওই অ্যাপার্টমেন্টেরই ছিলেন চারজন ৷ স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই আবাসন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মধ্যে।

জীবাণুমুক্ত করা হল ওই অ্যাপার্টমেন্টটিকে

দক্ষিণ কলকাতার 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার সেই আতঙ্ক নিরসনে উদ্যোগী হন । আজ নিজে দাঁড়িয়ে থেকে অ্যাপার্টমেন্টটিকে জীবাণুমুক্ত করার কাজ করেন ।

ABOUT THE AUTHOR

...view details