কলকাতা, 6 মার্চ: কলকাতা পৌরনিগমে তৈরি হবে আলাদা বিপর্যয় মোকাবিলা বিভাগ (Disaster Management Department)। যাতে সব কর্মী প্রশিক্ষিত থাকবেন বলে বাজেটের উপর আলোচনায় জানান মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বেশ কয়েকবছর ধরেই ফনি, আমফান, বুলবুলের মত একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে মুখ পড়েছে রাজ্য। বাদ যাচ্ছে না মহানগরও। তাই এমন বিপর্যয় ঘটলে যাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখাপেক্ষী হয়ে না থাকতে হয় তাই আগামী অর্থবর্ষে পৌরসভার নিজস্ব বিপর্যয় মোকাবিলা বিভাগ খুলতে চলেছে কলকাতা পৌরনিগম ৷
শনিবার কলকাতা পৌরনিগমের 2022-23 অর্থবছরের বাজেট শেষে এমনটাই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। বিপর্যয় মোকাবিলা বিভাগে যাঁদের নেওয়া হবে তাঁদের আগের থেকে প্রশিক্ষণ দেবে কলকাতা পৌরনিগম। যাতে চাকরিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে যেকোনও দুর্যোগে কাজে লাগানো যায় ওই ফোর্সকে। এছাড়াও এদিন তিনি বাজেট আলোচনায় জোর দেন পরিবেশ রক্ষা, বিজ্ঞাপন আইন ও বেআইনি পার্কিং রোখার উপর। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ধাপার জঞ্জালের পাহাড় আর থাকবে না বলে আশ্বাস দেন মেয়র।