কলকাতা, 16 অক্টোবর: ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর থেকেই পরিচালক সাজিদ খানকে নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে টিনসেল টাউনে । একাধিক মিটু কাণ্ডে অভিযুক্ত পরিচালককে কেন ওই শোয়ে জায়গা দেওয়া হল, তা নিয়ে সরব হয়েছেন একাধিক অভিনেত্রী-মডেল । তারমধ্যেই একই বিতর্ক শুরু হয়েছে টলিউডেও ৷ উঠতি পরিচালক বাপ্পা'র (শুভ্রজ্যোতি বসাক) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত । এবার তার পালটা দিলেন শহরের উপকথা'র পরিচালকও (Director Bappa stated his words on Sukanya Dutta Case) ৷
ঘটনার সূত্রপাত শুক্রবার ৷ সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন সুকন্যা দত্ত ৷ 'বিজয়িনী', 'দীপ জ্বেলে যাই' ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি । পরিচালকের সঙ্গে নিজের ভার্চুয়াল কথোপকথনের কিছু স্ক্রিনশট পোস্ট করে যৌন হেনস্তা এবং কুপ্রস্তাবের অভিযোগ করেন সুকন্যা । ফেসবুকে করা ওই পোস্টে পরিচালকের থেকে সাবধানী দূরত্ব বজায় রাখার পরামর্শও দেন তিনি ৷ পালটা বেশ কিছু স্ক্রিনশট পোস্ট করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাপ্পা ৷