কলকাতা, 20 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে (Dilip Ghosh Makes Derogatory Remarks About Mamata Banerjee) ৷ বুধবার দলের দফতরের এক সাংবাদিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীকে কার্যত বাঁদর বলে কটাক্ষ করেছেন ৷
বুধবার শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit) ৷ এই সম্মেলন গুজরাটে নরেন্দ্র মোদির (Narendra Modi) আয়োজন করা শিল্প সম্মেলনের অনুকরণে করা হয়েছে বলে প্রথম কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ তার পর মোদি ও মমতার তুলনা টানতে গিয়ে তিনি বলেন, ‘‘কোথায় সাইকেল আর মাইকেল, কোথায় নেতাজি আর পেয়াজি ৷ চাঁদে আর বাঁদরে তুলনা হয় না । সারাদিন মিম ঘুরছে। সবাই জানে, এটা একটা নতুন মেলা । কেউ সিরিয়াস নেয় না । মোদি বিদেশ গেলে ওঁকেও যেতে দিতে হবে ।’’
এখানেই না থেমে বাংলার এই শিল্প সম্মেলনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ বলেছেন, আজ বিখ্যাত জলসা দেখলাম । আমি ওর কাছেই সিলিকন ভ্যালি সকালে দেখে এলাম । দুটো হোর্ডিং, 12 লক্ষ 35 হাজার কোটির মৌ স্বাক্ষর হলেও বিনিয়োগ হচ্ছে না । সরকারে কেউ বিশ্বাস রাখে না বলেই বিনিয়োগ নেই ।’’
তাঁর আরও অভিযোগ, ‘‘28 লক্ষ কর্মসংস্থানের হিসেব নেই । মমতা (Bengal CM Mamata Banerjee) বলছেন, ভারতীয়রা বাইরে বসে । শিক্ষিত শ্রমিকরা পরিযায়ী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে । শিল্প সংস্থান হলে বিদ্যুৎ লাগবে, বিদ্যুতের এখানে কোনও চাহিদা নেই । জিএসটি বাড়ত, কিন্তু 26-28 হাজার টাকাতেই জিএসটি আটকে । 1 কোটি লোকের জব কার্ড আছে ৷ কেন্দ্রের পাঠানো টাকায় বেঁচে আছে । কালীপুজো, দুর্গাপুজো ছাড়া মমতা কিছু উদ্বোধন করেন না ।’’