কলকাতা, 8 নভেম্বর :ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তথাগত রায়ের টুইট প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "রামকৃষ্ণদেব সব চেয়ে বড় অশিক্ষিত। অথচ তাঁর বাণী নিয়েই সমাজ এগিয়েছে।" পাশাপাশি রবীন্দ্রনাথ সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরও তো বেশি দূর পড়াশোনা করেননি। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। অথচ তিনি নোবেল পেয়েছেন ৷ এটাই ভারতের সংস্কৃতি।"
তথাগতর 'অশিক্ষিত' মন্তব্য প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, এটা নিয়ে এ দেশে কেউ ভাবেনি। বইয়ের হিসেবে দেখলে তো সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে।” দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরেই দিনভর সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়েছে ৷ অনেকে দিলীপকে শূলে চড়ালেও, কেউ কেউ মনে করছেন, রাজ্য বিজেপির সভাপতি মোটেই রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথকে অপমান করেননি ৷ তথাগত রায়ের 'অশিক্ষিত' মন্তব্যের জবাব দিতে গিয়ে দুই মহামানবের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ টেনেছেন ৷