পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dilip Ghosh : তথাগতর পাল্টায় রামকৃষ্ণ-রবীন্দ্রনাথের উদাহরণ টেনে ফের বিতর্কে দিলীপ

বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছে বিজেপি নেতা তথাগত রায়কে ৷ রাজ্য বিজেপির নেতাদেরও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। আক্রমণ পাল্টা-আক্রমণের পালা চলছিলোই। এসবের মাঝেই দিলীপ ঘোষকে 'অশিক্ষিত' বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়।

Dilip Ghosh
রামকৃষ্ণদেব সবচেয়ে বড় অশিক্ষিত, তথাগতর পাল্টা দিতে গিয়ে ফের বেলাগাম দিলীপ

By

Published : Nov 8, 2021, 6:28 PM IST

কলকাতা, 8 নভেম্বর :ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তথাগত রায়ের টুইট প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "রামকৃষ্ণদেব সব চেয়ে বড় অশিক্ষিত। অথচ তাঁর বাণী নিয়েই সমাজ এগিয়েছে।" পাশাপাশি রবীন্দ্রনাথ সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরও তো বেশি দূর পড়াশোনা করেননি। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। অথচ তিনি নোবেল পেয়েছেন ৷ এটাই ভারতের সংস্কৃতি।"

তথাগতর 'অশিক্ষিত' মন্তব্য প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, এটা নিয়ে এ দেশে কেউ ভাবেনি। বইয়ের হিসেবে দেখলে তো সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে।” দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরেই দিনভর সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়েছে ৷ অনেকে দিলীপকে শূলে চড়ালেও, কেউ কেউ মনে করছেন, রাজ্য বিজেপির সভাপতি মোটেই রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথকে অপমান করেননি ৷ তথাগত রায়ের 'অশিক্ষিত' মন্তব্যের জবাব দিতে গিয়ে দুই মহামানবের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ টেনেছেন ৷

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছে বিজেপি নেতা তথাগত রায়কে ৷ রাজ্য বিজেপির নেতাদেরও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। আক্রমণ পাল্টা-আক্রমণের পালা চলছিলোই। এসবের মাঝেই সম্প্রতি দিলীপ ঘোষকে 'অশিক্ষিত' বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। দল ছাড়লে অনেকেরই গোপন তথ্য ফাঁস করে দেবেন বলেও হুশিয়ারি দেন তিনি। রবিবার দিল্লি থেকে সেই মন্তব্যের পালটা দেন দিলীপ।

আরও পড়ুন : রেশন বন্ধের প্রতিবাদে কেন্দ্রকে তোপ অধীরের

সবমিলিয়ে রাজ্য়ে উপনির্বাচনে ভরাডুবির পর তথাগত ধারাবাহিক বিতর্কিত টুইট, পাল্টা হিসেবে দিলীপের বিতর্কিত মন্তব্য ৷ রাজ্য বিজেপির অন্দরের অস্বস্তি প্রকাশ্যে ৷

ABOUT THE AUTHOR

...view details