পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : পৌরভোটের প্রচারে বেরিয়ে মমতাকে নিশানা করলেন দিলীপ - কলকাতা পৌরভোট 2021

কলকাতা পৌরভোটের (KMC Election 2021) প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosha Targets Mamata Banerjee) ৷ শনিবার থেকে দলীয় প্রার্থীদের হয়ে ভোটের প্রচার শুরু করেন তিনি (Dilip Ghosh Election Campaign) ৷ এদিন বিকেল থেকে সন্ধে পর্যন্ত প্রথমে 132 নম্বর এবং পরে 118 নম্বর ওয়ার্ডে প্রচার করেন দিলীপ ৷

dilip ghosh targets mamata banerjee at kmc election 2021 campaign
KMC Election 2021 : পৌরভোটের প্রচারে বেরিয়ে মমতাকে নিশানা করলেন দিলীপ

By

Published : Dec 11, 2021, 9:54 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : বাংলার মানুষকে উসকানি দিয়ে দেশদ্রোহিতার পথে ঠেলে দেওয়া হচ্ছে ! আসন্ন কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) প্রচারে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosha Targets Mamata Banerjee) ৷ শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে বের হন তিনি ৷ তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি ৷

আরও পড়ুন :KMC Election 2021 : পেশীশক্তি নয়, উন্নয়নের তাসেই কলকাতা পৌরনিগম ভোটে জয়ের বার্তা অভিষেকের

এদিন বিকেল থেকে সন্ধে পর্যন্ত প্রথমে শহরের 132 নম্বর এবং পরে 118 নম্বর ওয়ার্ডে প্রচার করেন দিলীপ (Dilip Ghosh Election Campaign) ৷ এই দুই ওয়ার্ডে বিজেপি-র প্রার্থী যথাক্রমে সুতপা গুপ্ত ও দীপঙ্কর বণিক ৷ কর্মসূচির মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ৷ বিএসএফ নিয়ে কেন্দ্র-রাজ্য যে দড়ি টানাটানি চলছে, তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে ৷ দিলীপের বক্তব্য, পুলিশ, সেনাবাহিনী কিংবা বিএসএফ, কেউই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বাইরে নয় ৷ কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী একুশের ভোটের প্রচারের সময় থেকেই আমজনতাকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন ৷ সেই কারণেই শীতলকুচি গুলিচালনার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷

এদিকে, এদিনই গোয়ায় ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের প্রস্তাব ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ ঘাসফুল শিবিরের দাবি, তারা গোয়ার মসনদে বসলে প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রী মাসে 5 হাজার টাকা করে ভাতা পাবেন ৷ বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলেই সেখানে চালু হবে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প ৷ দিলীপের বক্তব্য, গোয়ার মানুষ এসবে ভুলবেন না ৷ বাংলায় মানুষের কাজ নেই ৷ তাই মাসে 500 টাকা পেতে লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়ান তাঁরা ৷ কিন্তু, গোয়ার মানুষের রোজগার অনেক বেশি ৷ তাই সেখানে তৃণমূলের এই ফর্মুলা কোনও কাজে আসবে না ৷

পাড়ায় পাড়ায় ঘুরে প্রচারে দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন :KMC Election 2021 : ‘দিদি’র পাড়ায় অ্যাডভান্টেজ কাজরীর, উন্নয়ন প্রসঙ্গে খোঁচা বিরোধীদের

এছাড়া, কলকাতার পৌরভোট প্রসঙ্গে দিলীপ বলেন, কলকাতায় এতদিন তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল ৷ অথচ উন্নতি কিছুই হয়নি ৷ তাই মানুষের অনেক সমস্যা রয়েছে ৷ বিজেপি ক্ষমতায় এলে সেসব সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন দিলীপ ৷ কারণ, তাঁদের দলের দেশের অন্যান্য প্রান্তে বড় বড় পৌরসভা ও পৌরনিগম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ৷ সেই অভিজ্ঞাতা কাজে লাগিয়েই কলকাতার উন্নতি ঘটাবেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details