কলকাতা, 2 অক্টোবর:মহাসপ্তমীর সকালের বিমানে রাজধানী উড়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে ফের একহাত নিলেন তিনি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে দুর্গাপুজো নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি ৷ পাশাপাশি এ দিন তিনি এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়েও তোপ দেগেছেন সরকারের বিরুদ্ধে (Dilip Ghosh slams state Govt)৷
বিজেপি হল ভাড়া করে দুর্গাপুজো করছে বলে অভিযোগ করেছে শাসকদল ৷ তার জবাব দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাড়া দেন বলেই তাঁকে উদ্বোধন করতে ডাকেন পুজো উদ্যোক্তারা ৷
দুর্গাপুজোকে অপবিত্র করা হচ্ছে, সরকারকে তোপ দিলীপের হুগলির গুড়াপে দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ একে তৃণমূল স্তরের আবেগের বহিঃপ্রকাশ বলেছেন কুণাল ঘোষ ৷ তাঁর মন্তব্যের পালটা দিয়ে দিলীপ ঘোষ এ দিন বলেন, অসামাজিক চোর-ডাকাত দিয়ে পার্টি যদি চলে তবে এরকমই হয় ৷ পুজোকে অপবিত্র করা হচ্ছে । মন্ত্রকে অপবিত্র করা হচ্ছে । পিতৃপক্ষেই পুজো উদ্বোধন করা হচ্ছে ৷
আরও পড়ুন:'ভুলভাল চণ্ডীপাঠ করছেন, তাই দুটো জেলায় বৃষ্টি নেই', নাম না করে মমতাকে কটাক্ষ দিলীপের
ষষ্ঠীতেও আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীরা বিক্ষোভে অনড় ছিলেন ৷ তাঁরা যে দাবি নিয়ে আন্দোলন করছেন তাঁদের আন্দোলন করার 100 ভাগ অধিকার আছে বলে দাবি করে বিজেপি সাংসদ বলেন, "দাবি মেটানো সরকারের দায়িত্ব ৷ আমার বক্তব্য হচ্ছে পুজো এসে গিয়েছে ৷ আন্দোলন চলতে থাকবে ৷ বাংলায় সারা বছর আন্দোলন হয় এই সরকারের বিরুদ্ধে ৷ সবাই আন্দোলন করছে ৷ পুজোর কটা দিন বাড়িতে গিয়ে পুজোতে সময় দিন ৷ কারণ আমরা জানি যে রাজত্বে বাস করছি সেখানে অধিকার ন্যায় পাওয়াটা মুশকিল । পরে আবার জোরদার আন্দোলন হবে ।"