নিউ টাউন, 16 সেপ্টেম্বর:মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্য়ায় (Kalyanmoy Gangopadhyay) সিবিআই (CBI)-এর হাতে গ্রেফতার হওয়ার পরই এ নিয়ে টুইটারে সরব হয়েছিলেন বিজেপি-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ শুক্রবার একই ইস্যুতে আবারও মুখ খুললেন তিনি ৷ তাঁর অভিযোগ, বর্তমান সরকারের আমলে রাজ্যের শিক্ষা দফতর সামগ্রিকভাবেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে ৷ যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷
এদিন সকালে অন্য়ান্য দিনের মতোই নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে যান দিলীপ ৷ সেখান থেকে বেরোনোর পথে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি ৷ রাজ্যের শিল্পকে চাঙ্গা করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) করা কয়েকটি উক্তি নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে ৷ এমনকী, ঠাট্টা-তামাশাও চলছে ৷ মুখ্যমন্ত্রী ঠাকুর দেখতে বেরোনো লোকজনকে চপ, চা, ঝালমুড়ি, ঘুগনি বিক্রির দাওয়াই দিয়েছিলেন ! এই বিষয়ে দিলীপের বক্তব্য হল, রাজ্য সরকারের কোনও দিশা নেই ৷ সরকার দুর্নীতিতে ডুবে গিয়েছে ৷ চাকরি নিয়ে প্রতারণা করা হচ্ছে ৷ এই কারণেই মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন বলে মনে করেন দিলীপ ৷