কলকাতা, 2 জুলাই : মুকুল রায়কে (Mukul Roy) নিলর্জ্জ বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ কারণ, মুকুল রায় শুক্রবার বিধানসভায় বিজেপির (BJP) বেঞ্চে বসেছিলেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, মুকুল রায় এখনও কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক ৷ ওই আসনে তিনি বিজেপির প্রার্থী হয়ে লড়াই করেছিলেন ৷ কিন্তু জেতার পর তিনি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেন ৷ অথচ তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি ৷ খাতায় কলমে তিনি এখনও বিরোধী দলের বিধায়ক ৷ আর সেই কারণেই বিধানসভায় তিনি বিরোধী বেঞ্চে বসার জায়গা পেয়েছেন ৷
আরও পড়ুন :বিধানসভায় অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভ, চার মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ
এই প্রসঙ্গটিই শুক্রবার তুলে ধরেন দিলীপ ঘোষ ৷ তিনি জানান, মুকুল রায় বিজেপির হয়ে জিতেছেন ৷ তার পর তৃণমূলের পতাকা ধরে ওই দলে যোগদান করেছেন ৷ অথচ নিলর্জ্জের মতো আজ বিজেপির বেঞ্চে বসেছিলেন ৷ তাই গোটা ঘটনাটিকে নাটক বলে ব্যাখ্যা করেছেন দিলীপ ঘোষ ৷
কেন মুকুল রায় বিজেপির বেঞ্চে বসেছেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ তিনি জানতে চান যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান হওয়ার জন্যই কি বিরোধীদের দিকে বসেছেন মুকুল রায় ?